মুস্তাফিজ-সৌম্য’র আঘাতের পরেও স্বস্তিতে নেই বাংলাদেশ

featured photo1 49
Vinkmag ad

লিটন-সৌম্যদের ব্যর্থতার পরেও মুশফিক, মাহমুদউল্লাহ ও সাব্বিরের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। রিয়াদের ৭২, মুশফিকের ৬২ ও সাব্বির রহমানের ৪০ রানে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ২৪৭ রান। জবাবে সেঞ্চুরির পথে থাকা ওপেনার ফ্লেচারকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। পরের ওভারেই আবার সৌম্যর আঘাত, খেলায় ফিরে বাংলাদেশ। কিন্তু অ্যালেন ও ক্লার্কের জুটিতে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড একাদশ। 

Screenshot 168 e1549775606421

২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই আসে ১১৪ রান। নাইম হাসানের বলে অধিনায়ক জিত রাভাল ক্যাচ তুলে দেন মুশফিকের হাতে। আউট হওয়ার রাভাল ৫২ রানের ইনিংস খেলেন। এসএম সোলিয়াকে ১১ রানে প্যাভিলিয়নে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ।

উইকেটে থাকা ওপেনার ফ্লেচারকে সঙ্গ দিতে নামেন রবীন্দ্র। দু’জনে মিলে জুটি গড়েন ৫০ রানের। কিন্তু সেঞ্চুরির পথে থাকা ফ্লেচারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। ৯ চারে ৯২ রান করা ফ্লেচার আক্ষেপ নিয়েই যান সাজঘরে। ফ্লেচারকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মুস্তাফিজ।

Screenshot 167 e1549775640701

বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি রবীন্দ্রও। সৌম্য সরকারের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেন ১৭ রান। তখন তাদের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ১৮৮।

৪০ ওভারে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২০৮ রান। এফএইচ অ্যালেন ১১ ও কে ডি ক্লার্ক ৯ রানে ব্যাট করছেন।

এরআগে লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার লিটন ও মুমিনুল হক। ৩ রান করে লিটন ও ৬ রানে মুমিনুল ফেরেন প্যাভিলিয়নে। সৌম্য সরকারও যেন তাদের দেখানো পথেই হাঁটলেন। ১ রানের বেশি করতে পারেননি সৌম্য। মোহাম্মদ মিঠুন ৫ বলে করেন ১। দলীয় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

liton das m

টপ অর্ডারের ব্যর্থতা। লিটন, মুমিনুল, সৌম্য ও মিঠুন দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই বিদায় নেন। তবে পঞ্চম উইকেট জুটিতে হাল ধরেন দলের দুই সিনিয়র তারকা মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে যোগ করেন ১০৮ রান। দুজন’ই তুলে নেন নিজেদের ফিফটি। দলীয় ১৩৯ রানের মাথায় আউট হওয়ার আগে ৮টি চারের মারে ৬১ বলে ৬২ রান করেন মুশফিক।

মুশফিক ফিরে যাওয়ার পর সাব্বিরকে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকেন রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। মাহমুদউল্লাহ আউট হওয়ার আগে ৮৮ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন। ব্যর্থ হন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আউট হন ৭ রান করে।

sabbir rahman getty 1514477844

শেষ দিকে সাব্বির ৪১ বলে ৬টি চারে ৪০ রানের ইনিংস ও খেললে মোটামুটি সংগ্রহ পায় লাল-সবুজরা। ৪৬.১ ওভারে ২৪৭ রানের অলআউট হয় বাংলাদেশ। নাঈম হাসান ১৭ ও মুস্তাফিজ অপরাজিত থাকেন ১২ রানে।

৪৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার ইয়ান ম্যাকপিক। অ্যান্ড্রু হ্যাজেলডাইন ও রাচিন রবীন্দ্র নিয়েছেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২৪৭/১০ (৪৬.১ ওভার) লিটন ৩, মুমিনুল ৬, সৌম্য ১, মুশফিক ৬২, মাহমুদউল্লাহ ৭২, সাব্বির ৪০, মিরাজ ৭, নাঈম ১৭*, শফিউল ৪, মুস্তাফিজ ১২; ম্যাকপিক ৪/৩৮

97 Desk

Read Previous

মুশফিক-রিয়াদের ফিফটি, সাব্বিরের ব্যাটে রান

Read Next

ডোয়াইন ব্রাভোর নতুন গান, আছে ঢাকা আর সাকিব

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share