মুশফিক-রিয়াদের ফিফটি, সাব্বিরের ব্যাটে রান

bangladesh 2
Vinkmag ad

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম চার ব্যাটসম্যান আউট দুই অঙ্ক ছোঁয়ার আগেই। লিটন-সৌম্যদের ব্যর্থতার পরেও মুশফিক, মাহমুদউল্লাহ ও সাব্বিরের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। রিয়াদের ৭২, মুশফিকের ৬২ ও সাব্বির রহমানের ৪০ রানে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ২৪৭ রান।

MushfiqurRahimMdMahmudUllahEnglandvHk 6p g4Kl

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিমবিহীন মিরাজের নেতৃত্বে বাংলাদেশ।

ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার লিটন ও মুমিনুল হক। ৩ রান করে লিটন ও ৬ রানে মুমিনুল ফেরেন প্যাভিলিয়নে। সৌম্য সরকারও যেন তাদের দেখানো পথেই হাঁটলেন। ১ রানের বেশি করতে পারেননি সৌম্য। মোহাম্মদ মিঠুন ৫ বলে করেন ১। দলীয় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

liton das m

টপ অর্ডারের ব্যর্থতা। লিটন, মুমিনুল, সৌম্য ও মিঠুন দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই বিদায় নেন। তবে পঞ্চম উইকেট জুটিতে হাল ধরেন দলের দুই সিনিয়র তারকা মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে যোগ করেন ১০৮ রান। দুজন’ই তুলে নেন নিজেদের ফিফটি। দলীয় ১৩৯ রানের মাথায় আউট হওয়ার আগে ৮টি চারের মারে ৬১ বলে ৬২ রান করেন মুশফিক।

মুশফিক ফিরে যাওয়ার পর সাব্বিরকে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকেন রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। মাহমুদউল্লাহ আউট হওয়ার আগে ৮৮ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন। ব্যর্থ হন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আউট হন ৭ রান করে।

sabbir rahman getty 1514477844

শেষ দিকে সাব্বির ৪১ বলে ৬টি চারে ৪০ রানের ইনিংস ও খেললে মোটামুটি সংগ্রহ পায় লাল-সবুজরা। ৪৬.১ ওভারে ২৪৭ রানের অলআউট হয় বাংলাদেশ। নাঈম হাসান ১৭ ও মুস্তাফিজ অপরাজিত থাকেন ১২ রানে।

৪৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার ইয়ান ম্যাকপিক। অ্যান্ড্রু হ্যাজেলডাইন ও রাচিন রবীন্দ্র নিয়েছেন ২টি করে উইকেট।

190131blackcapsvindia 20

জবাবে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড একাদশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২৪৭/১০ (৪৬.১ ওভার) লিটন ৩, মুমিনুল ৬, সৌম্য ১, মুশফিক ৬২, মাহমুদউল্লাহ ৭২, সাব্বির ৪০, মিরাজ ৭, নাঈম ১৭*, শফিউল ৪, মুস্তাফিজ ১২; ম্যাকপিক ৪/৩৮

97 Desk

Read Previous

রোহিতের অনন্য রেকর্ড, সাফল্যে ছুঁয়েছেন ক্লার্ক-সরফরাজকে

Read Next

মুস্তাফিজ-সৌম্য’র আঘাতের পরেও স্বস্তিতে নেই বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share