রোহিতের অনন্য রেকর্ড, সাফল্যে ছুঁয়েছেন ক্লার্ক-সরফরাজকে

1549728150860
Vinkmag ad

কুঁড়ি ওভারি ক্রিকেটে ভারতের সফল অধিনায়ক চিন্তা করলেই সবার আগে চোখের সামনে ভাসবে ধোনি-কোহলিদের নাম। অথচ এই জায়গাটাতে দুজনকেই ছাপিয়ে গেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি তে নেতৃত্ব দিয়ে প্রথম ১৪ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কের তালিকায় শীর্ষে এখন রোহিত। একই সাথে ছুঁয়ে ফেলেছেন মাইকেল ক্লার্ক ও সরফরাজ আহমেদকে।

images 12
ফাইল ছবি

গত শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারানো ম্যাচে রোহিত পেয়েছেন দুহাত ভরে। নিউজিল্যান্ডের করা ১৫৮ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার ২৯ বলে ৫০ রানের সুবাধে ৭ উইকেটে জয় পায় ভারত, যা তাদের সিরিজে ১-১ সমতায় ফেরায়। এদিন রোহিত আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬ তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাঁকান ১০০ ছক্কা!

এত অর্জনের ভীড়ে রোহিত এদিন গড়ে বসেন অনন্য আরেকটি রেকর্ড। যেটি তার আগে আর মাত্র দুজন করতে পেরেছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়ে প্রথম ১৪ ম্যাচেই জিতিয়েছেন ১২ টিতে। এ জয়ের ফলে তিনি নাম লেখান পাকিস্তানের সরফরাজ আহমেদ ও অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক মাইকেল ক্লার্কের পাশে। এরা তিনজনেই নিজেদের নেতৃত্ব দেওয়া প্রথম ১৪ ম্যাচের ১২ টিতে জয় এনে দিয়েছেন দলকে।

76710 mipgwhnocl 1513526808

অন্তত প্রথম ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দেওয়ার পরিসংখ্যানে রোহিত থেকে বেশ পিছিয়েই ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ভিরাট কোহলি। দুজনেই পেয়েছেন ৮টি করে জয়। যদিও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয় পাওয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ধোনি জিতিয়েছেন ৪১ টি ম্যাচ।

উল্লেখ্য, আগামীকাল (রোববার) হ্যামিলটনে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

 

৯৭ প্রতিবেদক

Read Previous

‘রুমে যেয়ে হাইলাইটস দেখব, তখন হয়তো বিশ্বাস হবে’

Read Next

মুশফিক-রিয়াদের ফিফটি, সাব্বিরের ব্যাটে রান

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share