

কাল মিরপুরে তামিম ইকবাল যেটি করেছেন সেটি এক কথায় অবিশ্বাস্য। ড্যাশিং এই ওপেনারের সামর্থ্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে এতটা আগ্রাসী তামিমকে কাল সত্যি অবিশ্বাস্যই লেগেছে। যেভাবে ব্যাট চালিয়েছেন, সেভাবেই রান এসেছে। সংবাদ সম্মেলনে তামিম নিজেই জানালেন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগার কথা।
তামিমের কালকের ইনিংসটি অনেকগুলো আফসোসের অবসান ঘটানো ইনিংস ছিলো। ৬১ বলে অপরাজিত ১৪১ রানের ইনিংসটি খেলার পথে ভেঙেছেন অনেকগুলো রেকর্ড । যার কীর্তি মুগ্ধ হয়ে দেখেছেন মাঠে উপস্থিত প্রায় ২৬ হাজার দর্শক, দেশে-বিদেশে টিভিতে দেখেছে লাখো ক্রিকেট ভক্ত অথচ সেই তামিম বলছেন যেন আছেন ঘোরের মধ্যে। রুমে গিয়ে হাইলাইটস দেখে তবেই নিজের ইনিংস নিয়ে ভাবার সুযোগ পাবেন।
এনামুলের আউটের পর নিজেকে কতটা শান্ত রেখে ইনিংস সাজিয়েছেন জানিয়েছেন সেটিও, ‘সত্যি কথা বলতে আমি এখনো স্বপ্নের ঘোরে আছি, যেভাবে ব্যাটিং করেছি। এখনো বিশ্বাস হচ্ছে না! রুমে যেয়ে হাইলাইটস দেখব, তখন হয়তো বিশ্বাস হবে। একটা সময় আমি বিরক্ত হয়েছিলাম, যখন বিজয় (এনামুল হক) আউট হয়ে গেল। ওখান থেকে আমাকে শান্ত হতে হয়েছে এবং নতুন করে শুরু করতে হয়েছে। হাইলাইটস দেখলে আরও ভালো বলতে পারব।’
কালকের আগে বিপিএলের এ আসরে ৫টি সেঞ্চুরি হলেও তালিকায় ছিলোনা কোন বাংলাদেশির নাম। বিপিএলের ফাইনাল কখনোই যেন দেশিদের হয় না, পারফর্ম করে বিদেশিরা। কাল এক তামিমের এমন রাজকীয় ইনিংসে মুছে গেছে সব আফসোস। ৩১ বলে হাফসেঞ্চুরি, ৫০ বলে সেঞ্চুরি। ১০ চারের সাথে ১১ ছক্কা। দলের ৭১ ভাগ রান, ২০০ এর উপর স্ট্রাইক রেট। কাল তামিমের ইংসটি দেখা যে কেউই বলবেন নিঃসন্দেহে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সেরা ইনিংস।

বিপিএলে এবারই তামিম প্রথম ফাইনাল খেললেন। নিজে তুলোধোনা করলেন প্রতিপক্ষ বোলারদের, দল জিতলো শিরোপা। অথচ তামিম নিজের এই ইনিংসকে রাখতে পারছেন না আলাদা করে সেরা ইনিংসের কাতারে। ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন দেশপ্রেমের জায়গাটাই আগে। তার কাছে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে করা অপরাজিত ১০৩ রানের ইনিংসটিও সমপর্যায়ের।
দেশের জার্সি গায়ে দিয়ে করা যেকোনো অর্জনই ভেতরে ভালো লাগার জন্ম দেয় বলে জানালেন দেশ সেরা এই ওপেনার, ‘পাশাপাশি রাখতে পারব না, ওটা ছিল আমার জাতীয় দায়িত্ব। (ওমানের বিপক্ষে) যদি ম্যাচটা হারতাম তাহলে আমরা টুর্নামেন্টের বাইরে চলে যেতাম। প্রতিপক্ষ ওমান হলেও চাপ তো ছিল। ইনিংসটা তাই অনেক উঁচুতে রাখি। সব সময় বলি যে, সেঞ্চুরি যে দলের সঙ্গেই হোক, সেটা অবশ্যই বিশেষ কিছু। আপনাকে কঠোর পরিশ্রম করেই সেঞ্চুরি করতে হবে। আজকের ইনিংসটা অবশ্যই ওপরের দিকে থাকবে নিশ্চিত, তবে তুলনা করতে চাইছি না। দুটোই স্পেশাল।’