ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ, অধিনায়ক তামিম!

comilla
Vinkmag ad

গতকাল (৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে এবারের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। বিপিএলের ষষ্ঠ আসরে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর তাতে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তিনি ছিলেন না। তবে ক্রিকইনফো তাঁদের সেরা একাদশে তামিমকে রেখেছে অধিনায়ক হিসাবে।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো আজ (৯ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে বিপিএলের সেরা একাদশ। একাদশ নির্বাচন করেছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও অ্যামেরিকার ক্রিকইনফো প্রতিনিধি পিটার ডেলা পেনা। একাদশে চারজন ঢাকা ডায়নামাইটসের, তিনজন রংপুর রাইডার্সের, দুইজন চিটাগং ভাইকিংসের। একজন করে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্সের।

B9I9134 1280x853

১. তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

১৪ ম্যাচে ৪৬৭ রান করা তামিম ইকবাল এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ফাইনালের আগ অব্দি ছিলেন না সেরা তিনে। সেরাটা বাঁচিয়ে রেখেছিলেন আসল মঞ্চের জন্য। তাঁর ৬১ বলে ১৪১* রানের অনবদ্য ইনিংসে ভর করেই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

sn

২. সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস)

ঢাকা ডায়নামাইটসের চার অলরাউন্ডারের মধ্যে অন্যতম ছিলেন সুনীল নারাইন। ১৫ ম্যাচে রান করেছেন ২৭৯, উইকেট পেয়েছেন ১৮ টি। ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে কোন বল মোকাবেলা না করেই রান আউট না হলে খেলার ফলাফল ভিন্ন হতে পারতো।

B9I1572 1280x853

৩. এবি ডি ভিলিয়ার্স (রংপুর রাইডার্স)

ছিলেন না টুর্নামেন্টের শুরু থেকে, থাকতে পারেননি শেষের দিকেও। তবে যে ৬ টি ম্যাচ খেলেছেন তাতে দিয়েছেন নিজের সেরাটা। ৬ ম্যাচে ১ সেঞ্চুরি সহ করেছেন ২৪৭ রান। ডি ভিলিয়ার্স খেলেছেন এমন কোন ম্যাচে হারেনি রংপুর।

B9I5177 1280x853

৪. ইয়াসির আলি (চিটাগং ভাইকিংস)

এবারের আসরে আনক্যাপড দেশি ক্রিকেটারদের মধ্যে আলো ছড়িয়েছেন হৃষ্টপুষ্ট শরীরের অধিকারী চট্টগ্রামের লোকাল বয় ইয়াসির আলি। শুরুর দুই ম্যাচে মোহাম্মদ আশরাফুল খেলেন, মূলত তাঁর স্থানেই একাদশে ঢুকে আলো কাড়েন তিনি। ১১ ম্যাচে করেন ৩০৭ রান।

Rangpur vs CTG 4 1280x853
রাইলি রুশো

৫. রাইলি রুশো (রংপুর রাইডার্স)

এবারের আসরে ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিলেন রাইলি রুশো। গেলবারের আসরে খুলনা টাইটান্সের হয়ে সুবিধা না করতে পারা রুশো এবার গায়ে রংপুরের জার্সি চাপিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪ ম্যাচে সেঞ্চুরি সহ রান করেছেন ৫৫৮।

B9I9192 1280x853

৬. মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)

ক্রিকইনফোর সেরা একাদশে উইকেটরক্ষক হিসাবে আছেন মুশফিকুর রহিম। যদিও চিটাগংয়ের বেশিরভাগ ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ শেহজাদ। ১৩ ম্যাচ খেলা চিটাগং দলপতি মুশফিক ব্যাট হাতে করেছেন ৪২৬ রান।

received 334102837192548

৭. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)

১৫ ম্যাচে ব্যাট হাতে ৩০১ রান ও বল হাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩ উইকেট। রানার আপ দল ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান হয়েছেন টুর্নামেন্ট সেরা। সঙ্গত কারণেই সাকিব আছেন একাদশে।

B9I3477 1280x853

৮. আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস)

উইন্ডিজ পাওয়ার হিটার আন্দ্রে রাসেল বড় মঞ্চে নিজের ছাপ রাখতে ব্যর্থ হয়েছেন। তবে টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে ছিলেন ধারাবাহিক। ১৫ ম্যাচে রান করেছেন ২৯৯, উইকেট পেয়েছেন ১৪ টি।

B9I6310 1280x853

৯. মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স)

১৪ ম্যাচে ২২ উইকেট নেওয়া মাশরাফি বিন মর্তুজা ছিলেন রংপুর রাইডার্সের সেরা বোলার। দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও দলকে তুলেছিলেন প্লে অফে।

taskin 01

১০. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স)

১২ ম্যাচেই ২২ উইকেট পেয়েছেন, ডাক পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে। তবে শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে শেষ হয়েছে সেই স্বপ্ন।

রুবেল

১১. রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)

১৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ফাইনালে খরুচে থাকা রুবেল দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট।

ক্রিকইনফোর দেওয়া বিপিএল-২০১৯ এর সেরা একাদশ একনজরেঃ

তামিম ইকবাল (অধিনায়ক), সুনীল নারাইন, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির আলি, রাইলি রুশো, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

‘এর চেয়ে বড় জিনিস আমার জন্য হতেই পারে না’

Read Next

একই ভুল তৃতীয়বার করতে চান না সাকিব!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share