

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা গতকাল রাতেই শেষ হয়েছে সাকিব আল হাসান–তামিম ইকবালদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা এখনও শেষ হয়নি। তামিম ইকবালদের শিরোপা জয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আজ নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তামিম- সাইফুদ্দিনরা। স্বাভাবিকভাবেই একটু বিশ্রামের প্রয়োজন তাদের। কিন্তু সে সময়ই কই? আজ সন্ধ্যায় যে মাশরাফির সঙ্গে তারা উড়ছেন নিউজিল্যান্ড মিশনে।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আজ শনিবার রাতে ঢাকা ছাড়বেন চার ক্রিকেটার। জানা গেছে, আজ রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রওনা হবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন। সাকিব আল হাসানের যাবার কথা থাকলেও বাঁহাতের আঙুলে চোট পাওয়ায় যাওয়া হচ্ছেনা তাঁর।
আরো পড়ুনঃ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান।
আর মাত্র চারদিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। এর আগে রবিবার লিঙ্কনে নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মাশরাফি-তামিমদের পৌঁছাতে পৌঁছাতে ১০ তারিখ রাত হয়ে যাবে। তারা প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না।
এরই মধ্যে লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান নিউজিল্যান্ড পৌঁছেছেন। তাদের সঙ্গে আছেন টেস্ট স্কোয়াডের দুই ক্রিকেটার মুমিনুল হক ও সাদমান ইসলাম।
১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে নেপিয়ারে হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। ম্যাচ দুটি হবে ক্রাইস্টচার্চ ও ডানেডিনে। ওয়ানডের পর টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
বাংলাদেশ টেস্ট দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী।