

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। এবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির কিউই দলই লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
আগামীকাল হবে মার্টিন গাপটিলের ফিটনেস টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তিনি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই মারকুটে ওপেনার। নেপিয়ারে আগামী বুধবারের ম্যাচে ফেরার জন্য তিনি যথেষ্ট ফিট বলে মনে করা হচ্ছে। ফিটনেস টেস্টে পাশ করলে হেনরি নিকোলসের সঙ্গে তারই ওপেন করার কথা।
আরেক বিধ্বংসী ব্যাটসম্যান কলিন মুনরো নেই প্রথম ও দ্বিতীয় ওয়ানডের দলে। তৃতীয় ওয়ানডের দলে নেই কিউই দলপতি কেন উইলিয়ামসন। তাঁর স্থানেই তৃতীয় ওয়ানডের দলে ফিরবেন মুনরো। আগে থেকেই কেন উইলিয়ামসনের এই বিশ্রাম নেওয়ার কথা ছিল।

দলে স্পেশালিস্ট স্পিনার হিসাবে আছেন মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টল। পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও জিমি নিশাম। একমাত্র স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসাবে দলে টম ল্যাথাম।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক, খেলবেন প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরোও (খেলবেন শুধু তৃতীয় ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেলর।
ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন ও শফিউল ইসলাম।
টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সফরসূচিঃ
১ম ওয়ানডে— নেপিয়ার– ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (সকাল ৭টা)।
২য় ওয়ানডে— ক্রাইস্টচার্চ– ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)
৩য় ওয়ানডে— ডানেডিন– ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)।
১ম টেস্ট— হ্যামিল্টন– ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (ভোর ৪টা)।
২য় টেস্ট— ওয়েলিংটন– ৮ মার্চ, ২০১৯ (ভোর ৪টা)।
৩য় টেস্ট— ক্রাইস্টচার্চ– ১৬ মার্চ, ২০১৯ (ভোর ৪টা)।