আজ নিউজিল্যান্ড গেলেন আরও চার ক্রিকেটার

bangladesh 1
Vinkmag ad

বিপিএল চলছে। সঙ্গে ভিসা সমস্য থাকার  কারণে নিউজিল্যান্ড সফরে এক সঙ্গে যাওয়া হচ্ছে না টাইগার দলের খেলোয়াড়দের। তাই তিনটি দলে বিভক্ত হয়ে বিমানে উঠছেন ক্রিকেটাররা। আর তাই প্রথম ধাপে আট ক্রিকেটার এবং কোচ স্টিভ রোডস ম্যানেজার খালেদ মাসুদ পাইলট নিউজিল্যান্ডে গেলেন বুধবার। এবার দলের সাথে যোগ দিতে আজ সকাল ৮টা ২৫ মিনিটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক ও সাদমান ইসলাম। 

47324553 2214984118769390 2338703142570426368 o

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনই জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার সেই ইতিহাস বদলাতেই নিউজিল্যান্ড গেলেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। আজ গেলেন আরও চার ক্রিকেটার। আজ শুক্রবার বিপিএলের ফাইনাল খেলে যাবেন সাকিব-তামিমরা।

আজ সকালে আরও চার ক্রিকেটার নিউজিল্যান্ডের উদ্দেশ্য যাত্রা করেছেন। সকাল ৮টা ২৫ মিনিটে দেশ ছেড়েছেন ওয়ানডে দলের শফিউল ইসলাম ও মোহাম্মদ মিথুন। তাদের সঙ্গে গিয়েছেন টেস্ট দলের দুই ক্রিকেটার মুমিনুল হক ও সাদমান ইসলাম।

গত ৬ ফ্রেব্রুয়ারি বুধবার প্রথম বহরে নিউজিল্যান্ড গিয়েছেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাঈম হাসান।

images 6

আজ শুক্রবার বিপিএলের ফাইনাল খেলে যাবেন সাকিব-তামিমরা। বিপিএলের ফাইনাল খেলে শনিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজিল্যান্ড ১০ ফেব্রুয়ারি একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই সেই প্রস্তুতি ম্যাচটিতে খেলতে পারবেন না তৃতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা। সাকিব-তামিমদের পৌঁছাতে পৌঁছাতে ১০ তারিখ রাত হয়ে যাবে। তারা প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না। তাহলে বাংলাদেশ কাদের নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে? এই সংকট মেটাতে চার ক্রিকেটার আজ সকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্য যাত্রা করেছেন।

8e3e63478904ab5f2af24ae78903c2d2 59e8af0774c81 1

২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম মিশন নিউজিল্যান্ড সফর। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

বাংলাদেশ টেস্ট দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী।

97 Desk

Read Previous

দ্য বোট- শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ

Read Next

‘বিপিএল ও তামিম’ এ মুগ্ধ আফ্রিদি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share