দ্য বোট- শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ

purbachal
Vinkmag ad

ক্রিকেটে বাংলাদেশে বেশ এগিয়ে যাচ্ছে। দারুণ দর্শক প্রিয়তা পেয়েছে দেশের মানুষের কাছে। জাতীয় দলের খেলা হওয়া মানে যেন একটা উৎসব। তাই বড় একটা স্টেডিয়ামের কথা অনেক দিন ধরেই ঘুরে ফিরে আসছে। সেই চিন্তার সূত্র ধরে, পূর্বাচলে হবে অত্যাধুনিক একটি স্টেডিয়াম। সেটি হবে বিসিবি নিজস্ব স্টেডিয়াম।  আজ এক অনুষ্ঠানে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ করেছে বিসিবি।

51729448 2374122779287974 4940154899498270720 n
ছবিঃ ফেসবুক

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ করেছে বিসিবি।

পূর্বাচলে নির্মাণ করতে যাওয়া স্টেডিয়ামটির নাম হবে দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটি বানানো হবে মূলত নৌকার আদলে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা। ঘরের মাঠে জাতীয় দলের খেলা থাকা মানেই যেন ক্রিকেটপ্রেমীদের উৎসব। দর্শক সমাগমের কথা মাথায় রেখে অনেকদিন ধরে স্টেডিয়াম তৈরির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চিন্তার সূত্র ধরেই পূর্বাচলে নির্মিত হতে যাচ্ছে বিসিবির নিজস্ব স্টেডিয়াম।

51464710 2374122832621302 7971763496729706496 n

তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আজ বৃহস্পতিবার লা মেরিডিয়ানে দেওয়া হয়েছে জমকালো সংবর্ধনা। এরপর পূর্বাচলে হতে যাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মডেল দেখানো হয় তাকে।

গত শনিবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সরকারের কাছ থেকে বিসিবি স্টেডিয়ামের জন্য জমি বরাদ্দ পেয়ে গেছে। আগামী তিন বছরের মধ্যে তারা শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ করে ফেলবেন বলেও জানান তিনি।

51469613 2374122932621292 477702334428741632 n

আয়োজক হওয়ার বিষয়টি বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন,

‘২০২৩ সালের পর আলোচনা হবে। এর মধ্যে নতুন স্টেডিয়ামটি শেষ করতে পারলে ইভেন্ট আনার সুযোগ হবে । আশা করি সুন্দর একটি স্টেডিয়াম করতে পারবো।’

97 Desk

Read Previous

বিপিএল মাতানো গেইল-লুইস ফিরলেন ওয়ানডে দলে

Read Next

আজ নিউজিল্যান্ড গেলেন আরও চার ক্রিকেটার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share