

দুই মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইসকে ফিরিয়ে এনে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেলেন বাঁ–হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। এছাড়া দলেও ফিরেছেন অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ষষ্ঠ) আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলে গেলেন গেইল। গেইল সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে। আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও টি-টেন লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের ভারত ও বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান লুইসও। ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লুইস। বাংলাদেশ সফরে ওয়ানডেতেও তিনি খেলেননি। তবে টি-টোয়েন্টিতে খেলেছেন।
এছাড়া বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা নিকোলাস পুরান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছেন।
১৪ সদস্যের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন অধিনায়ক জেসন হোল্ডার। কাঁধের চোটে বাংলাদেশ সফরে তিনি খেলতে পারেননি। অফ স্পিনার অ্যাশলে নার্সও দলে ফিরেছেন। সর্বশেষ বাংলাদেশ সফরের দলে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি মারলন স্যামুয়েলস, চন্দরপল হেমরাজ, কাইরন পাওয়েল, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ ও কালোর্স ব্র্যাথওয়েটের।
২০ ফেব্রুয়ারি থেকে বার্বাডোজের কেনিংস্টন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ।
প্রথম দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, কেমো পল, কেমার রোচ ও ওসানে থমাস।