সাকিব-তামিমের মত লড়াইটা সালাউদ্দিন-সুজনেরও

1549556882166
Vinkmag ad

বিপিএলের পর্দা নামতে একটি মাত্র ম্যাচ বাকি। সব ছাপিয়ে শিরোপার জন্য লড়বে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিব-তামিমদের লড়াইয়ের আড়ালে আরেকটা লড়াই অবশ্য দুই দেশি কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিনেরও।

1549556816120

দেশের ক্রিকেটে তারা দুজন বহু পুরানো মুখ। বয়সভিত্তিক থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট গণ্ডি পেরিয়ে জাতীয় দলে খেলছেন তাদেরই বেশিরভাগ শিষ্য। দেশের শীর্ষস্থানীয় সব ক্লাবের দায়িত্বেই এদের দুজনকে দেখা যায়। ক্রিকেট জ্ঞান আর অভিজ্ঞতা বিবেচনায় সেরাদের দুজনই সালাউদ্দিন-সুজন।

বিপিএলে নিয়োগ পাওয়া পাঁচ দলের প্রধান কোচই ছিলেন বিদেশী। টম মুডি, ল্যান্স ক্লুজনার, মাহেলা জয়াবর্ধনে, ওয়াকার ইউনুস, সায়মন হেলমেটের মত কিংবদন্তি কোচরা ছিলেন যথাক্রমে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামের। দেশীয়দের উপর আস্থা রেখেছে কেবল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস, কাকতালীয়ভাবে শিরোপা জয়ের মঞ্চে লড়বে এরা দুজনই।

সাকিব-তামিম, সাইফউদ্দিন-পোলার্ড, রাসেল-আফ্রিদি দ্বৈরথ ছাপিয়ে লড়াইটা তাই দুই কোচেরও। তবে বিনয়ের সাথেই খালেদ মাহমুদ সুজনকে এগিয়ে রাখলেন সালাউদ্দিন। এবারের বিপিএলে দুইবারের দেখায় দুইবারই সুজন হেরেছেন সালাউদ্দিনের কাছে, ফাইনাল জিতলে ব্যবধান দাঁড়াবে ৩-০ তে।

কিন্তু ব্যাপারটাকে এভাবে না দেখে বিনয়ের সুরে খালেদ মাহমুদের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘এখানে আমি ব্যক্তিগতভাবে মনেকরি এভাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ সুজন ভাই অনেক বড় মাপের কোচ। তার অনেক কোয়ালিটি আছে। সে অনেক কিছু দেখতে পারে সে তুলনায় আমি নিজেকে কখনো তুলনা করি না এই জায়গাটায়। আমার মনে হয় এই জিনিসটা না বললেই আমার জন্য ভাল।’

images 10

বিপিএলের কোচ নিয়োগে বিদেশীদের আধিক্যতায় হতাশার ছায়া দেখা গেলো কুমিল্লা দলের প্রধান কোচ সালাউদ্দিদের মধ্যে। তার মতে এভাবে দেশি কোচদের প্রমাণের সুযোগ কমে যায়, এমনকি সহকারী কোচিং স্টাফের ক্ষেত্রেও দেশীয়দের দেখা মেলেনি অনেক ফ্র‍্যাঞ্চাইজিতে। এতে দেধি সহকারী কোচরা বিদেশীদের কাছ থেকে কিছু নেওয়ারও সুযোগ হারালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় এই কোচ।

তবে বিপিএলে দেশীয়দের হয়ে প্রতিনিধিত্ব করে দুজনেই ফাইনালে যাওয়ায় ফ্র‍্যাঞ্চাইজিগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতেও পারে বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমি খুবই খুশি। দেশি কোচদের জন্য অনেক লাভ হবে আমি আশা করি। আমার মনে হচ্ছিল প্রথমবার যেভাবে শুরু হয়েছিল আস্তে আস্তে কিন্তু দেশি কোচরা হারিয়ে যাচ্ছিল। সহকারী কোচ যারা ছিল তাদেরও কাজের পরিধি কমে যাচ্ছিল।’

Daily Sun 18 01 02 12 2017
সংগৃহীত ছবি

তিনি এরও যোগ করেন, ‘আমার মনে হয় যেহেতু আমরা দুজন ফাইনালিস্ট। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিরা হয়ত চিন্তা করবে আমাদের দেশি কোচদের আরেকটু সুযোগ দেয়া উচিত। আমরা ভাল করলে আমাদের কোচদের অনেক লাভ। আমি সবসময় চাই আমাদের কোচরা যাতে ভালো জায়গায় কাজ করে এবং তারা কিছু শিখতে পারে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ফাইনালের আগে থাকছে না গুরু-শিষ্য সম্পর্ক

Read Next

বিপিএল মাতানো গেইল-লুইস ফিরলেন ওয়ানডে দলে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share