

কোচ সালাহউদ্দিন ও সাকিব আল হাসানের সম্পর্কটা কতটা গভীর তা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থক সবারই জানা। ব্যাটে রান খরা কিংবা ব্যক্তিগত অবসাদে যার কাছে ছুটে যান সাকিব, তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হেড কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তবে এবার যখন দুই গুরু-শিষ্য প্রতিপক্ষ, সেক্ষেত্রে এক চুলও ছাড় নয় জানালেন কোচ সালাহউদ্দিন।

এবারের বিপিএলে তারা মাঠের ক্রিকেটের প্রতিপক্ষ। মাঠের লড়াইয়ে দুইবারের দেখাতে দুইবারই জিতেছে সালাহউদ্দিনের কুমিল্লা। দুই ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব। সামনে এবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, বিপিএলের ফাইনালের মঞ্চে মুখোমুখি দুই গুরু-শিষ্য। ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিবের ব্যাটে সাম্প্রতিক ম্যাচগুলোয় চলছে রান খরা।
অন্য যেকোনো সময় হলে হয়তো সালাহউদ্দিন নিজেই এগিয়ে যেতেন শিষ্যের কাছে, দিতেন নিজের কোচিং ভান্ডারের সেরা টোটকাটাই। অথচ এবার নিজেই কামনা করছেন সাকিব যেন অন্তত আরও একটি ম্যাচ থাকেন রানের বাইরে।
আগামীকাল ফাইনাল ম্যাচকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ জানান এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি ভুলে যাবেন কে ভাই, কে বোন, প্রতিপক্ষ গন্য হবেন প্রতিপক্ষ হিসেবেই, ‘একটা টুর্নামেন্ট যখন শুরু হয়ে গেছে তখন ভাই-বোন বা ছেলে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। মাঠে যখন নামবো দুজন দুজনের প্রতিপক্ষ হিসেবেই থাকবো।’

তবে সাকিব অলরাউন্ডার হওয়াতেই কীনা একই সাথে ভিক্টোরিয়ান্সদের বস জানালেন ফাইনাল ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারে দুই দলের অলরাউন্ডাররা। যেখানে তিনি বলেন, ‘আমি মনে করি এখানে অলরাউন্ডারের একটা বড় ভূমিকা থাকবে, টিম সাজাতে বা টিমের ভারসাম্য আনতে অলরাউন্ডারের ভূমিকা সবসময়ই বেশি। ঢাকা টিমের এই সুবিধাটা আছে কারণ তাদের তিন-চারজন অলরাউন্ডার আছে। আমাদেরও ভালো অলরাউন্ডার আছে।’