

শেষ দুই ম্যাচে দলের জয়ে দারুণ ভূমিকা রেখে এসেছেন সংবাদ সম্মেলনে। টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনানে পেসার রুবেল হোসেনের দল ঢাকা ডায়নামাইটস হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। সেই ম্যাচে একাই চার উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া রুবেলের কাছে মহা গুরুত্বপূর্ণ ছিলো ব্যাটিং দাবন ক্রিস গেইলের উইকেটটা।
টুর্নামেন্টে দারুন শুরু করা ঢাকা যেন শেষদিকে এসে খেই হারিয়ে ফেলে। প্লে-অফ নিশ্চিত করাই অনেকটা কঠিন হয়ে পড়ে। কষ্ট করে প্লে-অফে উঠলেও পেছনে ফিরে তাকাতে হচ্ছেনা তাদের। এলিমিনেটরে চিটাগংকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে। গতকাল রংপুরকে ৫ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। আর দলের দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই নায়কের ভূমিকায় রুবেল। বিশেষ করে গতকালতো ৩ ওভার ৪ বল করে ১ মেডেনসহ ২১ রান খরচাতে তুলে নিয়েছেন ৪ উইকেট।
পাওয়ার-প্লে তে রংপুরের দুই বিদেশি তারকা রুশো ও গেইলকে ফিরিয়েতো হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। অথচ রংপুরের বড় সংগ্রহ তাদের ব্যাটেই আসার কথা। দুজনের বিদায়ের পর আর বেশিদূর জেতে পারেনি রংপুর। আন্দ্রে রাসেলের ব্যাটে চড়ে ম্যাচটা সহজেই জিতে ঢাকা।
দলের প্রয়োজনে সেরাটা নিংড়ে দেওয়া রুবেলই তাই সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিনিধি হয়ে এলেন, কাল অবশ্য হয়েছেন ম্যাচসেরাও। পরপর দুইম্যাচে সংবাদ সম্মেলনে এলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা এই বোলার। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় এই চার উইকেটের মধ্যে সেরা উইকেট কোনটা? জবাবে রুবেল জানিয়েছেন, গেইলের উইকেটটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিলো।
রুবেল বলেন, ‘গেইলের উইকেটটা বেশি গুরুত্বপূর্ণ ছিলো আমার কাছে। কারণ এর আগের ওভারটাতে ও দুইটা ছয় মারছে আরকি, তো ওর উইকেটটা বেশ গুরুত্বপূর্ণ ছিলো।’
টানা ৫ ম্যাচ হেরে প্লে-অফ, এলিমিনেটর, কোয়ালিফাইয়ার পেরিয়ে ফাইনাল এমন কষ্টার্জিত সাফল্যে বেশ খুশি রুবেল। যেকোনো কিছুই কষ্টে অর্জন করার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা জানালেন তিনি, ‘সব কিছু কষ্টে অর্জন করা ভালো। টানা ৫ ম্যাচ হেরে মানসিকভাবে পিছিয়ে পড়েছিলাম আমরা। সামনের ম্যাচটায় ভালো খেললে ফলও ভালো হবে আশাকরি।’