ইমরুলের চোখে যেকারণে ঢাকার চেয়ে এগিয়ে কুমিল্লা

ইমরুল
Vinkmag ad

৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল শেষের পথে। আর মাত্র এক ম্যাচ বাকি, এরপরেই পর্দা নামবে জমজমাট এই টুর্নামেন্টের। এবারের আসরে ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মঞ্চে কোন দল এগিয়ে তার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে বিস্তর। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস এগিয়ে রাখলেন নিজের দলকেই।

ফাইনালের আগে আজ অনুশীলন করতে এসেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানেই সংবাদ মাধ্যমের সামনাসামনি হতে হয়েছিল ভিক্টোরিয়ান্স দলপতিকে। ইমরুল কায়েসের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন কারণে নিজের দলকে ঢাকার চেয়ে এগিয়ে রাখবেন?

50687317 993397404196739 6116629214482399232 n
ইমরুল কায়েস (ফাইল ছবিঃ ক্রিকেট৯৭)

উত্তরে ইমরুল বলেন, ‘এগিয়ে থাকার কথা যদি বলেন তাহলে বলবো আমরা ওদেরকে দুই ম্যাচেই হারিয়েছি। এক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসের মাত্রাটা বেশি। আর আপনি যখন কোন দলকে দুই ম্যাচেই হারাবেন তখন প্রতিপক্ষ দল আপনাকে নিয়ে বেশি ভাববে। এই দিক থেকে মনে হয় আমাদের প্লাস পয়েন্ট আছে। ঢাকা কিন্তু বেস্ট টিম, প্রথমে ওরা স্ট্রাগল করছিল, পরে কামব্যাক করেছে।’

ফাইনাল নামক মহারণের আগে কি লক্ষ্য ঠিক করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তা জানিয়েছেন ইমরুল। নিজের দল নিয়ে যারপরনাই খুশি এই বাঁহাতি ব্যাটসম্যান।

‘ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদের লক্ষ্য। ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। আমি খুবই খুশি আমার দল নিয়ে। শুরু থেকেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। প্রতিটি খেলোয়াড়ই চেয়েছে যে আমরা ফাইনাল খেলবো। আসলে ফাইনাল ম্যাচটা ভাগ্যের ব্যাপার। আপনি বলতে পারবেন না সব ম্যাচ জেতার পর আপনি ফাইনালেও জিততে পারবেন। আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা খেলতে। সেটা করতে পারলে ইনশা আল্লাহ ভালো ফল আসবে।’

ফাইনালে নার্ভ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ মানছেন ইমরুল। দলীয় সভাতেও উপভোগের মন্ত্র সতীর্থদের দিয়ে দিয়েছেন অধিনায়ক।

‘হ্যা, নার্ভ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। যে যতো মাঠে কুল থাকবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে তারাই সফল হবে। একদিনের অনুশীলনে কিছু পরিবর্তন হয়ে যাবে না। আমরা দলের সভাতেও এই কথা বলেছি। আমরা মাঠে যেয়ে যতো বেশি উপভোগ করতে পারবো, সফল হবার সম্ভাবনা ততোটা বেশি।’

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

তবুও গেইলকে দুষতে নারাজ মাশরাফি

Read Next

ঢাকার ‘ফ্যান্টাস্টিক ফোর’ নিয়ে ইমরুল কি ভাবছেন?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share