

আসন্ন ভারত এবং শ্রীলঙ্কা যুবদলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য শুরু হয়েছে এক মাসব্যাপী অনুশীলন ক্যাম্প। আগেই জানানো হয়েছিল এবারও অনুর্ধ্ব-১৯ দলের জন্য থাকবে বিদেশী কোচ। আর সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে ড্যামিয়েন রাইটকে।
সাইফ হাসান আর পিনাকরা এখন থেকে থাকবে তার অধীনেই। মঙ্গলবার বাংলাদেশ যুবদলের দায়িত্ব বুঝে নেন রাইট। আর সেখানে ছাত্রদের সাথে পরিচয়পর্ব আর কুশল বিনিময় সেরে নেন নতুন কোচ। প্রাথমিক আলোচনায়ও অংশ নেন, পরিকল্পনার কথাও হয়তোবা ভাগাভাগি করেছেন নতুন শিষ্যদের সাথে।
বর্তমান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দায়িত্বে থাকা সাবেক অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল ছিলেন টাইগার যুবদলের গতবারের কোচ। ল অবশ্য বাংলাদেশ জাতীয় দলের কোচিংও করিয়েছেন মাস ছয়েক। এবার তারই জায়গায় আসলেন ড্যামিয়েন রাইট। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অঙ্গন মাতাতে না পারলেও রাইট কিন্তু বেশ পরিচিত মুখ ছিলেন ঘরোয়া ক্রিকেটে।
শেষ বছর ধরে ক্রিকেট কোচিংয়ের দায়িত্ব পালন করছেন তিনি। বিগব্যাশ দল মেলবোর্ন স্টার্স আর হোবার্ট হ্যারিকেনসের কোচ হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন।