রংপুরকে বিদায় করে ফাইনালে ঢাকা

dhaka Copy
Vinkmag ad

জিতলে ফাইনালে। আর হেরে গেলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে মাশরাফির রংপুরকে বিদায় জানিয়ে ফাইনালে সাকিবের ঢাকা ডায়নামাইটস। বিপিএলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে ১৪২ রানে অলআউট রংপুর রাইডার্স। জবাবে ২০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিয়ে ষষ্ঠ আসরের ফাইনালে গেল ঢাকা। ১৯ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে দলকে জেতান আন্দ্রে রাসেল।

B9I8117 1280x853 Copy

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তই হয়েছিল রংপুরের। দুই ওপেনার ক্রিস গেইল ও নাদিফ চৌধুরি মেলে যার ওভারে তুলে ফেলে ৪২ রান। কিন্তু এমন বিস্ফোরক শুরুর পর হঠাৎ খেই হারিয়ে ফেলে তারা। শুভাগত হোমের করা চতুর্থ ওভারে আউট হন ওপেনার নাদিফ চৌধুরি। ফলে তার ইনিংসটি শেষ হয় ১২ বলে ১৭ রান করে, ছক্কা তিনটি ও চার ২টি।

এর পরের ওভারে রুবেল এসে স্তব্ধ করে দেন ঢাকার উল্লাস। প্রথম বলে গেইল (১৫) ও দ্বিতীয় বলে তুলে নেন রিলে রুশোর (০) উইকেট। রংপুরের রান তখনও ৪২! পরপর তিন উইকেট হারানো রংপুরের হাল ধরেন তখন রবি বোপারা ও মোহম্মদ মিঠুন। কিন্তু দলীয় ১০৬ রানের মাথায় বিদায় নেন মিঠুন। ২৭ বলে ৩৮ রান করেছেন তিনি।

B9I8043 1280x853 Copy

এরপর আবার রংপুরের ব্যাটিংয়ে ধস নামে। একে একে বিদায় নেন বেনি হাওয়েল (৩), মাশরাফি (০), নাহিদুল ইসলাম (৪), ফরহাদ রেজা (২), সাইফুল ইসলাম (০) ও বোপারা। বোপারা একটি ছক্কা ও ৬টি চারে সাজিয়ে ৪৩ বলে ৪৯ রান করেন। ৩৬ রানের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে অল আউট হয়ে যায় তারা।

বল হাতে ফাইনালে যাওয়ার ম্যাচে দুর্দান্ত করেছেন ঢাকার বোলাররা। ৩.৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। আন্দ্রে রাসেল ও কাজী অনিক নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২২ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁলেন সাকিব। এছাড়া শুভাগত একটি উইকেট দখল করেন।

285334

১৪৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেটে ৯১ রান করা ঢাকা এরপর ৬ রানের ব্যবধানে হারায় ২ উইকেট। ১৪ ও ৩৫ রানে ফেরেন রনি তালুকদার ও পোলার্ড।

তবে আন্দ্রে রাসেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর জরে নির্ধারিত ওভারের ২০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। দলের জয়ে ১৯ বলে ৫টি ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন রাসেল।

B9I1249 1280x853 Copy

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর রাইডার্সঃ ১৪২/১০ (১৯.৪ ওভার) গেইল ১৫, নাদিফ ২৭, মিঠুন ৩৮, বোপারা ৪৯; রাসেল ৪-০-৩১-২, রুবেল ৩.৪-১-২৩-৪, শুভাগত ১-০-১৮-১, সাকিব ৪-১-২৯-১, অনিক ৩-০-২১-২

ঢাকা ডায়নামাইটসঃ ১৪৭/৫ (১৬.৪ ওভার) রাসেল ৪০*, রনি ৩৫, সাকিব ২৩, পোলার্ড ১৪; মাশরাফি ২/৩২, হাওয়েল ১/১৭, অপু ১/৪৭

ফলাফলঃ ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ রুবেল হোসেন

97 Desk

Read Previous

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান পরিষ্কার হবে নিউজিল্যান্ডে

Read Next

‘মনে একটা ইচ্ছা ছিলো, বিশ বছর ক্রিকেট খেলবো’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share