বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ডের

1549443442648
Vinkmag ad

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরই একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের জন্য। তাসমান সাগরপাড়ে কিউইদের বিপক্ষে সমান তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে টাইগাররা। পঞ্চাশ ওভারি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া সেই সিরিজের আগে খেলবে একটা মাত্র প্রস্তুতি ম্যাচ। আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়ানো সেই ম্যাচের জন্য জিত রাভালকে অধিনায়ক করে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

images 6
ফাইল ছবি

এমুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ মৌসুমের খেলা। চলমান এই টুর্নামেন্ট শেষ হতে না হতে আর কদিন পরেই মাঠে নামতে হচ্ছে কিউইদের বিপক্ষে। যেই সফরের জন্য আজ (৬ ফেব্রুয়ারি) টাইগার দলের ৮ সদস্যের একটা বহর রওনা করেছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। বহরে বিপিএল থেকে আগেই ছিটকে যাওয়া সাব্বির, লিটন, মুশফিক, মুস্তাফিদের সঙ্গী হয়েছেন ট্যুর ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও।

এরপর ৮ তারিখ বিপিএল ফাইনালের পরের দিনই অর্থাৎ ৯ তারিখ রওনা করবে দলের বাকি সদস্যরা। সেখানে যেয়েও দুদণ্ড দম ফেলানোর ফুরসত থাকবে না সরকারীদের। কারণ মূল মঞ্চে নামার আগে ১০ তারিখেই আবার খেলতে হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।

লিংকনে বাংলাদেশের বিপক্ষে রোববারের সেই ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ম্যাচের জন্য এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডের অধিনায়কত্ব দেয়া হয়েছে জিত রাভালকে। পুরো স্কোয়াডের মধ্যে একমাত্র তারই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

 

images 7
জিত রাভাল (ফাইল ছবি)

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম মিশন নিউজিল্যান্ড সফর। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ জিত রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল ফিলিপ্স, কাটেন ক্লার্ক, শিন সলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওয়র্কম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জেমি ব্রাউন।

বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।

৯৭ প্রতিবেদক

Read Previous

পিএসএলে ধারাভাষ্য কক্ষে তারার মেলা

Read Next

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান পরিষ্কার হবে নিউজিল্যান্ডে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share