পিএসএলে ধারাভাষ্য কক্ষে তারার মেলা

পিএসএল ধারাভাষ্য
Vinkmag ad

কোন নির্জীব খেলাও মাঝে মধ্যে প্রাণ পায় ধারাভাষ্যকারের কণ্ঠের জাদুতে। উত্তেজনাপূর্ণ খেলাতে তো কথায় নেই। আধুনিক যুগে ধারাভাষ্য হয়ে উঠেছে যেকোন খেলার অবিচ্ছেদ্য অংশ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে নামীদামী ধারাভাষ্যকারদের উপস্থিতি টিভি দর্শকদের কাছে টুর্নামেন্টের চাহিদা বাড়িয়ে দেয়। এবারের পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) ধারাভাষ্য কক্ষ থাকছে তারায় তারায় পরিপূর্ণ।

পিএসএলের ধারাভাষ্য

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল, যা শেষ হবে মার্চের ১৭ তারিখে। পুরো টুর্নামেন্টে মাঠে খেলবে অনেক তারকা ক্রিকেটার। আর তাঁদের খেলা টিভি দর্শকদের সামনে বর্ণনা করে শোনাবেন তারকা খ্যাতি সম্পন্ন ধারাভাষ্যকাররা।

সাবেক দক্ষিণ আফ্রিকান দলপতি গ্রায়েম স্মিথ, সাবেক মারকুটে অজি ওপেনার ম্যাথু হেইডেন, সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজারা থাকবেন ধারাভাষ্যে। এই তিনজনের সাথে আছে ধারাভাষ্য জগতে বিখ্যাত আরো ৫ জন। ড্যানি মরিসন, মাইকেল স্ল্যাটার, বাজিদ খান, অ্যালান উইলকিন্স ও কেপলার ওয়েসেলস।

ক্রিকেট খেলাকে বিদায় জানানোর পর কিংবদন্তী অধিনায়ক গ্রায়েম স্মিথ থিতু হয়েছেন ধারাভাষ্য পেশায়। এবারই প্রথম পিএসএলের ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে নিবেন তিনি। গ্রায়েম স্মিথ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট সবসময়ই অনেক উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেয়। আমি নিশ্চিত এইচবিএল পিএসএলও এর ব্যতিক্রম হবে না। এটা কোয়ালিটি সম্পন্ন টুর্নামেন্ট, শেষ তিন বছর ধরে আমি এই টুর্নামেন্টে চোখ রেখেছি।’

উল্লেখ্য, পিএসএল গ্রায়েম স্মিথের সার্ভিস পাবে কেবল শুরুর দুই সপ্তাহ। ম্যাথু হেইডেন থাকবেন কেবল প্রথম সপ্তাহে।

এবার পিএসএলে প্রোডাকশনের দায়িত্বে থাকছে আইএমজি রিলায়েন্স কোম্পানি। টিভি কাভারেজে থাকছে হক আই, স্পাইডারক্যাম, স্টাম্প ক্যামেরা, আম্পায়ার ক্যামেরা এবং ক্রিকভিজ থেকে অ্যানালাইটিকাল সাপোর্ট।

এছাড়া প্রি ম্যাচ ও পোস্ট ম্যাচ অনুষ্ঠানের জন্য স্টুডিওতে বিশ্লেষণ করতে বিশ্লেষক হিসাবে থাকবেন আমির সোহেল, ব্র্যাড হগ ও শন টেইট। উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে ফখর-এ আলম, এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাসদের।

প্রসঙ্গত, ২০০৯ সালের মে মাসে লাহোরে লঙ্কান টিম বাসে আক্রমণের পর ক্রিকেট পাকিস্তানে কার্যত নির্বাসিত হয়। ২০১৫ সালে জিম্বাবুয়ে, ২০১৮ সালে উইন্ডিজ পাকিস্তান সফরে গিয়েছিলো। ২০১৭ সালের পিএসএল ফাইনাল, ২০১৮ পিএসএলের দুই ইলিমিনেটর ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হয় পাকিস্তানেই। এবারের পিএসএলে করাচি ও লাহোরে হবে ৮ টি ম্যাচ। পিএসএলের পাকিস্তান অংশে খেলবেন এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটাররাও।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

নেটফ্লিক্স সিরিজে ক্রিকেট, থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের আদ্যোপান্ত

Read Next

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ডের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share