নেটফ্লিক্স সিরিজে ক্রিকেট, থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের আদ্যোপান্ত

1549439630318
Vinkmag ad

ইন্টারনেট জগতে তুমুল জনপ্রিয় নেটফ্লিক্স। নতুন নতুন রোমাঞ্চকর ওয়েব সিরিজ বানিয়ে তাক লাগিয়ে দেওয়া নেটফ্লিক্স এবার দেখাবে ক্রিকেট মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ভেতর-বাইরের গল্প।

images 5
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মুস্তাফিজুর রহমান

দলটির মালিক ভারতের সেরা ধনিদের একজন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি ও ছেলে আকাশ আম্বানি। ক্রিকেট নিয়ে সিনেমা কম হয়নি, ক্রিকেটও জীবনকে অনেককিছু শেখায় এবাং দেখায় তা বহুভাবেই প্রমাণিত। বিশেষ করে ভারতীয়দের মনে ক্রিকেট জায়গা করে নিয়েছে ওতপ্রোত ভাবে।

বাইশ গজের ক্রিকেটে ছড়ায় অনেক উত্তাপ, থাকে আবেগ, থাকে ভালোবাসা। আর এসবকে এক সুতোয় গেঁথে দর্শকদের কাছে তুলে ধরতে নেটফ্লিক্স বেঁছে নিয়েছে প্রথমবারের মত আইপিএলের সর্বাধিক তিনবারের শিরোপা জেতা দল মুম্বাই ইন্ডিয়ানস’কে।

ওয়েব সিরিজটিতে দেখানো হবে কোটি ভক্তের চাপ সামলে খেলোয়াড়দের সহজ স্বাভাবিক জীবনযাপন। থাকবে আইপিএলের নিলাম। এখানে উঠে আসবে টুর্নামেন্টের ১০ আসরে তিনবার শিরোপা জয়ের নৈপথ্যে থাকাদের কাহিনীসহ অনেক অজানা তথ্য।

HY8O1026
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মোহাম্মদ আশরাফুল (সংগৃহীত ছবি)

আট পর্বের সিরিজটি আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে সম্প্রচারিত হবে এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেছে আমেরিকা ভিত্তিক মিডিয়া সার্ভিস নেটফ্লিক্স। নেটফ্লিক্সের টুইটটি নিজেদের অফিসিয়াল টুইটার থেকে শেয়ারও করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

দেখুন নেটফ্লিক্সের করা টুইটটিঃ

প্রসঙ্গত, আইপিলের দল সানরাইজার্স হায়দ্রাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে প্রায় ২ কোটি ৮৮ লক্ষ টাকায় নতুন ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান। এর আগে টাইগার ক্রিকেটার হিসাবে মোহাম্মদ আশরাফুলও একবার খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে। টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে অর্থাৎ ২০০৯  সালে ৭৫ হাজার মার্কিন ডলারে (প্রায় ৬২ লক্ষ ১২ হাজার টাকা) তাকে কিনেছিলো শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স।

৯৭ প্রতিবেদক

Read Previous

আইসিসি র‍্যাংকিংয়ে মুস্তাফিজ-মুশফিকের ক্যারিয়ার সেরা রেটিং

Read Next

পিএসএলে ধারাভাষ্য কক্ষে তারার মেলা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share