

দক্ষিণ আফ্রিকা- পাকিস্তান ও নিউজিল্যান্ড- ভারত ওয়ানডে সিরিজ শেষে হালনাগাদ করা হয়েছে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে। যেখানে মাহেন্দ্র সিং ধোনি, রেজা হেনড্রিক্স, ইমাম উল হক, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যান্ডিলে ফেলুকওয়ায়ো, শাহিন শাহ আফ্রিদিদের সাথে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহিমদেরও।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। এই পারফরম্যান্সে সাত ধাপ এগিয়ে এখন ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৩ নম্বরে আছেন এই কিউই পেসার। কেবল ভারতের জাসপ্রীত বুমরাহ (১) ও আফগানিস্তানের রাশিদ খান (২) তাঁর ওপরে আছেন।
ভারতীয় বোলারদের মধ্যে উন্নতি হয়েছে যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ১ ধাপ এগিয়ে আছেন ৫ নম্বরে। ৬ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার।

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি টানা ৩ ওয়ানডে ফিফটি করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ৩ ধাপ। বর্তমানে ১৭ নম্বরে আছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান। কেদার জাদব এগিয়েছেন ৮ ধাপ, তাঁর বর্তমান অবস্থান ৩৫ এ।
দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে উন্নতি দেখেছেন কুইন্টন ডি কক (১ ধাপ এগিয়ে ৮ এ), হাশিম আমলা (৩ ধাপ এগিয়ে ১৩ তে), রেজা হেন্ড্রিক্স (৩৬ ধাপ এগিয়ে ৯৪ তে)। বোলারদের মধ্যে, অ্যান্ডিলে ফেলুকওয়ায়ো (১৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে) ও ডোয়াইন প্রিটোরিয়াস (৫৩ নম্বর থেকে ৪৪ নম্বরে)।

পাকিস্তানের হয়ে ব্যাটসম্যান ইমাম উল হক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হয়েছেন সিরিজ সেরা। ২৭১ রান করা ইমাম উল হক অবস্থান করছেন ক্যারিয়ার সেরা অবস্থানে (১৬)। লম্বা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি র্যাংকিংয়ে এক লাফে এগিয়েছেন ৩৮ ধাপ। এখন আছেন ৭৪ নম্বরে।
বাংলাদেশিদের মধ্যে ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক রয়েছেন আইসিসি র্যাংকিংয়ের ১৪ তম অবস্থানে। যা কিনা রেটিং পয়েন্টের হিসেবে মুশফিকের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। এর আগে ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক ছিলেন ১৬ নম্বরে। ঠিক ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে মুশফিকের সঙ্গে ১৪ নম্বরে আছেন তামিম ইকবাল।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশি ব্যাটসম্যান:

১) মুশফিকুর রহিম – ১৪ তম (রেটিং পয়েন্ট-৭১২)
২) তামিম ইকবাল- ১৪ তম (রেটিং পয়েন্ট-৭১২)
৩) সাকিব-আল-হাসান- ৩২ তম (রেটিং পয়েন্ট- ৬০৩)
৪) সৌম্য সরকার- ৪১ তম (রেটিং পয়েন্ট- ৫৭৫)
৫) মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫ তম (রেটিং পয়েন্ট- ৫৬২)
বোলারদের মধ্যে বাংলাদেশি হিসাবে সেরা দশে আছেন কেবল মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ার সেরা ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৬ নম্বরে আছেন কাটার মাস্টার।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশি বোলার:

১) মুস্তাফিজুর রহমান- ৬ষ্ঠ (রেটিং পয়েন্ট- ৬৯৫)
২) মাশরাফি বিন মর্তুজা- ২৫ তম (রেটিং পয়েন্ট- ৫৯৩)
৩) সাকিব-আল-হাসান- ২৭ তম (রেটিং পয়েন্ট- ৫৮৪)
৪) মেহেদী হাসান মিরাজ- ২৮ তম (রেটিং পয়েন্ট- ৫৭৮)
৫) রুবেল হোসেন- ৫১ তম (রেটিং পয়েন্ট- ৪৮৫)
৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার ১ নম্বরে রাশিদ খান। রাশিদ খানের চেয়ে ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছেন সাকিব আল হাসান।