গৌতম ভিমানির চোখে বিশ্বকাপে বাংলাদেশের ‘সেরা ১৫’

featured photo1 2
Vinkmag ad

লন্ডনের কেনিংটন ওভালে চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। কদিন বাদে (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও কেমন হবে বিশ্বকাপের দল তা নিয়ে আলোচনা চলছেই। জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক গৌতম ভিমানি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ স্কোয়াড দিয়েছেন।

Dt9uputVYAA9RyS
ছবিঃ গৌতম ভিমানির টুইটার থেকে

বিশ্বকাপকে সামনে রেখে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘মাই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড’ (#MyWCSquad)। সেখানে বিশ্লেষক হিসাবে নিজের পছন্দের সেরা ১৫ বাছাই করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার গৌতম ভিমানি।

গেলবারের বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ধারাভাষ্য দিয়ে যাওয়ার সুবাদে গৌতম ভিমানি বাংলাদেশে বেশ জনপ্রিয়। দেশের বিভিন্ন হোম সিরিজেও ভিমানি আসেন বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ ভালোই জানেন ভিমানি।

ইনজুরিতে দেশের ক্রিকেটের পঞ্চপান্ডব

মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ- স্বাভাবিকভাবেই এই পঞ্চপান্ডব আছেন গৌতম ভিমানির সেরা ১৫ তে।

ব্যাটসম্যানদের মধ্যে আরো আছেন সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমানরা। ইমরুল কায়েসও আছেন তাঁর বিবেচনায়। তবে যেহেতু বর্তমান সময়ে নির্বাচকরা ইমরুলের দিকে নজর দিচ্ছেন না সেই কারণে ইমরুলের জায়গায় প্রতিশ্রুতিশীল স্পিনার নাইম হাসানের নাম প্রস্তাব করেছেন তিনি।

279063

স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে পেসার হিসাবে ভিমানি রেখেছেন তাসকিন আহমেদকে। তবে বিশ্বকাপের আগে তাসকিন ইনজুরি থেকে সেরে না উঠলে তাঁর সম্ভাব্য বিকল্প হিসাবে ভিমানির পছন্দ দুজন। হয় পেসার আবু হায়দার রনি, নয় অলরাউন্ডার আরিফুল হক।

গৌতম ভিমানির বিশ্লেষণ দেখুনঃ

বিশ্বকাপের জন্য গৌতম ভিমানির পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস/ (নাইম হাসান), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ/ (আবু হায়দার রনি/ আরিফুল হক) ও মুস্তাফিজুর রহমান।

আরো পড়ুনঃ সায়মন ডুলের চোখে বিশ্বকাপে বাংলাদেশের ‘সেরা ১৫’, হার্শা ভোগলের চোখে বিশ্বকাপে বাংলাদেশের ‘সেরা ১৫’।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

‘ঘুমন্ত’ গেইলকে নিয়েই ভয় ঢাকার

Read Next

আইসিসি র‍্যাংকিংয়ে মুস্তাফিজ-মুশফিকের ক্যারিয়ার সেরা রেটিং

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share