

বিপিএলের গত আসরেও প্রথম পর্বে ম্রিয়মাণ ছিলেন ক্রিস গেইল। এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি করে দলকে তুলেন দ্বিতীয় কোয়ালিফায়ারে। এরপরে ফাইনালে আরেক বিস্ফোরক সেঞ্চুরি করে চ্যাম্পিয়ন করেন রংপুর রাইডার্সকে। এবারও একই দশা। প্রথম কোয়ালিফায়ারে রান পেলেও তাতে দলের চাহিদা মেটেনি। ২২ গজে ক্যারিবীয় দানবের এই ঝিম মেরে থাকাটাই উল্টো ভয় বাড়াচ্ছে ঢাকা ডায়নামাইটস শিবিরে। ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ বললেন, ‘গেইলের এতদিন ভালো না খেলাটাও ভয়ের কারণ’।
আজ মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের খালেদ মাহমুদ বলেছেন, গেইল রান না করা ভয়েরই কারণ। বাঁচা-মরার লড়াইয়ে আগেও জ্বলে উঠেছেন। সে কারণেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাটস দেখছে ভয়।
‘ক্রিস গেইল খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাকে পেছনে ফেলে দিয়েছিলো আসলে। ক্রিস গেইল হলো ক্রিস গেইল। এটি আসলে তুলনা করার কিছু নেই। সে কখন মারবে কি মারবে না সেটি তাঁর ব্যাপার।‘
‘ক্রিসকে নিয়ে আলাদা করে সেভাবে চিন্তা করার কিছু নেই যে মারছে না বা প্রথম বল থেকে হয়তো মারা শুরু করবে। তো আমার কথা সেটি না। এরপরেও আমরা ক্রিসকে নিয়ে পরিকল্পনা করি আর পরিকল্পনা বাস্তবায়ন করাটাই বড় ব্যাপার।‘
শুধু গেইলকে নিয়েও ভাবতে অবশ্য রাজি নন খালেদ মাহমুদ সুজন,
‘ওদের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো আছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুতরাং আমি বলবো যে এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো ক্রিকেটার সে এবং গেম চেঞ্জার। মাশরাফির কথা আলাদা করে বলতেই হয়। আর ওদের যারাই আছে তারাই ভালো খেলতে সক্ষম আসলে।’
বিপিএলের ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৮.৮০ গড়ে মাত্র ১৮৮ রান করেছেন গেইল। যার মধ্যে চল্লিশোর্ধ ইনিংস মাত্র দুটি। সেগুলোও ঠিক যেন ‘গেইলসুলভ’ নয়। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫৫ রান করেছিলেন ৪০ বলে। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৬ রান করতে খেলেছেন ৪৪ বল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।