

গতকাল সোমবার মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যাওয়ার পর আজ মঙ্গলবার আর অনুশীলন করেনি টিম রংপুর রাইডার্স। এই ফাঁকে সমাজসেবা মূলক কাজে গিয়েছিলেন কোচ টম মুডি, ক্রিস গেইলরা। রাজধানীর ম্যাপল লিফ স্কুলে মাদক বিরোধী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন ক্রিস গেইল।
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ম্যাপল লিফ স্কুলের ধানমন্ডি শাখায় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেডের আয়োজনে ‘মাদককে না বলুন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়েছে বিপিএিলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি, ওপেনার ক্রিস গেইল ও দলের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে ক্রিস গেইল বলেন,
‘এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। মাদক একটি জীবন নষ্ট করে দেয়। তোমরা যারা স্কুলে পড়ো তারা এটা থেকে দূরে থাকবে। তবেই জীবনে সাফল্য পাবে।’

স্কুলের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন রংপুরের অস্ট্রেলিয়ার কোচ টম মুডি,
‘মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা নিয়ে পুরো বিশ্ব আতঙ্কিত। ছোট বেলা থেকেই একটি সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা উচিৎ। খেলাধুলায় অংশ নেয়া উচিৎ। ক্রিকেট, ফুটবলের মতো খেলাধুলার চর্চা স্কুল জীবন থেকেই গড়ে তুলতে হবে। জীবনের লক্ষ্যটাকে অর্জনের জন্য চেষ্টা করতে হবে। মাদক থেকে মুক্তি মিলবে।’
রাজধানীর ম্যাপল লিফ স্কুলে মাদক বিরোধী অনুষ্ঠানে গিয়েও স্বাভাবিকভাবেই এসেছে ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলের ষষ্ঠ আসরে ক্রিস গেইলকে এখনো পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু নিজের এই অফ ফর্ম নিয়ে গেইল কী ভাবছেন? সংবাদ সম্মেলন বা অন্য কোথাও কথা বলেননি এতোদিন। আজ ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপল লিফে গিয়ে বললেন,
‘ব্যক্তিগতভাবে আমি এবার রান পাইনি। তবে আমি ভালো অবস্থায় আছি। আমি জানি দল আমার কাছ থেকে কী চায়। গত বছর সবচেয়ে বেশি রান ছিল আমার। আশা করি কাল অভিজ্ঞতার একটা চপা ফেলতে পারব। তবে আমরা দল হিসেবে খেলছি, দলের জয়টাই আমার কাছে বড়।’