অধিনায়কত্ব হারালেন, দল থেকেও বাদ চান্দিমাল

chandimal
Vinkmag ad

শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি ডারবানে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য লঙ্কান ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করেছে টেস্ট দল। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল অধিনায়কত্ব তো হারালেন’ই, ১৭ সদস্যের স্কোয়াডেই জায়গা পাননি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার দিমুথ করুনারত্নেকে।

nXlllM7Esu

লঙ্কান নিয়মিত অধিনায়ক চান্দিমালের মতো ১৭ সদস্যের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান রোশন সিলভা ও অলরাউন্ডার দিলরুয়ান পেরেরার। তারা দুজনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন।

দলে ডাক পেয়েছেন সম্প্রতি এক ম্যাচে জোড়া ডাবল সেঞ্চুরির রেকর্ড করা ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা। এর আগে চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেললেও টেস্ট অভিষেক হয়নি তার।

ঘোষিত স্কোয়াডের আটজনই পাঁচটি বা তার কম টেস্টের অভিজ্ঞতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। বাঁহাতি স্পিনার লাসিথ এমবালদেনিয়া, মোহামেদ সিরাজ, ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা ও ওশাদা ফার্নান্দো নতুন মুখ। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে একেবারে অনভিজ্ঞ দল বাছাই করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

i

নিউজিল্যান্ডে ব্যর্থতার পর এবার অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’। অধিনায়ক চান্দিমালের ব্যর্থতার সঙ্গে ব্যর্থতার সমুদ্রে ডুবে যাচ্ছে শ্রীলঙ্কা দলও। সবশেষ ৫ টেস্ট সিরিজে দিনেশ চান্দিমাল কেবল একবার পঞ্চাশ পার করেছেন। অস্ট্রেলিয়া সিরিজেও ফর্মটা অধিনায়ক চান্দিমালের পক্ষে ছিল না। চার ইনিংস মিলিয়ে মাত্র ২৪ রান করতে পারেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক কিংবা অভিজ্ঞতার হিসেবে তো আরেকটা সুযোগ পেতেই পারতেন অধিনায়ক চান্দিমাল।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ এখন পুরোপুরি ফিট। কিন্তু এরপরেও নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে।

2c82ca6d140f7267b9258590124d124e
শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে।

আগামী ১৩ ফেব্রুয়ারি ডারবানে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দলঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (সহ- অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল সিলভা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো পেরেরা, সুরাঙ্গা লাকমল, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুনারত্নে, মোহামেদ সিরাজ, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এমবালদেনিয়া।

97 Desk

Read Previous

সায়মন ডুলের চোখে বিশ্বকাপে বাংলাদেশের ‘সেরা ১৫’

Read Next

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিলেন গেইল

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share