
লন্ডনের কেনিংটন ওভালে চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। কদিন বাদে (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও কেমন হবে বিশ্বকাপের দল তা নিয়ে আলোচনা চলছেই। সাবেক কিউই বোলার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার সায়মন ডুল বিশ্বকাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ স্কোয়াড দিয়েছেন।

বিশ্বকাপকে সামনে রেখে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘মাই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড’ (#MyWCSquad)। সেখানে বিশ্লেষক হিসাবে নিজের পছন্দের সেরা ১৫ বাছাই করেছেন নিউজিল্যান্ডের হয়ে ৩২ টেস্ট ও ৪২ ওয়ানডে খেলা সায়মন ডুল।
সায়মন ডুলের মতে বিশ্ব আসরে বাংলাদেশ সবসময়ই ভালো এক দল। সেরা ১৫ জনের স্কোয়াড সাজাতে ব্যক্তিগত পারফরম্যান্সকে মাথায় এনেছেন তিনি।
সায়মন ডুলের মতে তামিম ইকবাল যদি বিশ্বকাপে ভালো না করেন তাহলে বাংলাদেশের সম্ভাবনাও কমে যাবে। মিডিয়াম পেসে বল করতে পারা সৌম্য সরকারের সেরা ১৫ তে থাকা জাস্টিফাই করেছে। প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন ব্যাটসম্যান সাব্বির রহমান। তাঁকে না রাখার কোন কারণ দেখছেন না তিনি।
সায়মন ডুল মনে করেন বিশ্বমানের অলরাউন্ডারদের উপস্থিতি বাংলাদেশ দলকে শক্তিশালী করেছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা স্পিনে তো মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফুদ্দিনরা পেস বোলিং করে ব্যাটিং সামলাতে পারেন। সায়মন ডুলের মতে আরেক কোয়ালিটি অলরাউন্ডার হলেন মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিং ও কিপিং দুই বিভাগেই পারদর্শী লিটন দাস আছেন সায়মন ডুলের দলে। তাঁর মতে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের মিডল অর্ডারের ১ নম্বর ভরসা। ইংল্যান্ডে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করা মুশফিক বাংলাদেশ দলের সাফল্যে অন্যতম নিয়ামক হবেন বলে মনে করেন তিনি। মুশফিকুর রহিমের ব্যাক আপ হিসাবে দলে আছেন মোহাম্মদ মিঠুন।

পেস ডিপার্টমেন্টে মাশরাফি তো আছেনই। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেনদের সঙ্গে ডুল রেখেছেন শফিউল ইসলামকেও। অফ স্পিনার মিরাজের সাথে আছেন নাইম হাসানও।
বিশ্বকাপের জন্য সায়মন ডুলের পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, নাইম হাসান, শফিউল ইসলাম।