

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরই শেষ প্রস্তুতি। তাসমান সাগরপাড়ে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। বিপিএলের মাঝেই ওয়ানডে দলের অধিকাংশ ক্রিকেটারকে ভাবতে হচ্ছে সফর নিয়ে। আগামী ৬ ফেব্রুয়ারি বুধবার জাতীয় দলের বেশ কয়েকজন দেশ ছাড়বেন। স্কোয়াডের বেশ কয়েকজনকে আগামী ৮ ফেব্রুয়ারি রাতে বিপিএল ফাইনাল খেলে ৯ ফেব্রুয়ারি সকালেই চড়তে হবে নিউজিল্যান্ডগামী বিমানে।
২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম মিশন নিউজিল্যান্ড সফর। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
বিপিএলে লিগ পর্ব ও এলিমিনেটর পর্বে বাদ পড়া দলে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা বাড়তি সময় পাবে নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। ফলে সেখান থেকে কয়েকজন অগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ছাড়বে জাতীয় ক্রিকেট দলের এক অংশ। বুধবারে যাবে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান’রা।
দ্বিতীয় কোয়ালিফয়ার ও ফাইনালের জন্য ক্রিকেট দলের আরেক অংশ ব্যস্ত থাকায় তারা আগামী বুধবার যেতে পারেছ না। ফলে দলের বাকি ক্রিকেটাররা বিপিএল ফাইনাল শেষে আগামী ৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ৯ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান।
বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরসূচি ২০১৯-
ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি
প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ