

প্রথমবার ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলছেন পেস বোলার রুবেল হোসেন। যেখানে অধিনায়ক হিসেবে পেয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। টুর্নামেন্ট শুরুর আগে রুবেল জানিয়েছিলেন, ঢাকার হয়ে খেলাটা আধিনায়কের আস্থা অর্জনের বড় সুযোগ। কথা হচ্ছে, আসলে তিনি কতটা ভালো পারফর্ম করেছেন এবং ক্যাপ্টেনের আস্থা অর্জন করতে পেরেছেন?
বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে বেশ ভালো করছেন রুবেল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। অধিনায়ক সাকিবের আস্থা অর্জন করতে পেরেছেন বলে মনে করছেন রুবেল হোসেন,
‘আস্থা অর্জন সম্পূর্ণ অধিনায়কের ওপরে। আমি সব সময় চেষ্টা করি আমি আমার ভালো ক্রিকেটটা মাঠে দেওয়ার জন্য। চেষ্টা করেছি এবং আমার শতভাগ দেওয়ার উনি তো মাঠে থেকেই দেখছেন। সম্পূর্ণ বুঝেছেন। কোন জায়গায় বোলিং করছি, বা ভালো পারফর্ম করছি কিনা।’

বিপিএলে সাকিবের নেতৃত্বে খেলে মুগ্ধ রুবেল,
‘আমরা তো জানি মাঠে তিনি (সাকিব) খুব ভালো সিদ্ধান্ত নেন। আমার কাছে মনে হয় মাঠের মধ্যে খুব ভালো এবং কঠিন সিদ্ধান্ত নেন তিনি। কখন, কোন সময় বোলিংয়ে আসলে ভালো হবে, এসব কিছু।’
বিপিএলে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট রুবেল। ডেথ ওভারে নিজের বোলিংয়ে আরো মনোযোগী হতে চান ডানহাতি পেসার,
‘আমার কাছে মনে হয় সব কিছুই ঠিক ঠাক আছে। ডেথ ওভারে বোলিংয়ে আমাকে আরও কনসেনট্রেসন রাখতে হবে। ওই সময়গুলো বেশ ভাইটাল একটা ম্যাচের জন্য। তাই আমাকে আরও সিরিয়াস হতে হবে। দুই তিনটা ম্যাচ যেটাই আছে সেগুলো ঠিক মতো খেলতে হবে।’