অলিখিত সেমিতে ঢাকা, বিপিএল শেষ হলো চিটাগংয়ের

1549273684025
Vinkmag ad

দেখতে দেখতে শেষের শুরু হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের খেলার। যেখানে লিগ পর্বের পর আজ মাঠে গড়িয়েছে এলিমিনেটর ম্যাচ। আন-অফিশিয়াল কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে আজ চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার অর্থাৎ অলিখিত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ঢাকা ডায়নামাইটস। একই সাথে এই ম্যাচ হারের মধ্য দিয়ে বিপিএলের ষষ্ঠ আসরকে বিদায় বলতে হলে চিটাগংকে।

B9I3355 1280x853
ফাইল ছবি

এদিন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। দলের হয়ে বিদেশী রিক্রুট ক্যামেরুন ডেলপোর্টের সাথে আজ ইনিংসের গোড়াপত্তন করতে আসেন চট্টলার ঘরের ছেলে ইয়াসির আলি রাব্বি। তবে নিজের ইনিংসের শুরুটা দেখেশুনে করলেও তা বড় করতে পারেননি রাব্বি, প্রথম উইকেট জুটিতে ডেলপোর্টের সাথে ২২ রানের উদ্বোধনি জুটি গড়ে ফিরেছেন ব্যক্তিগত ৮ রান করে।

ইয়াসিরের আউটের পর সাদমানকে নিয়ে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন ডেলপোর্ট, তবে দুজনের ৩৪ রানে পার্টনারশিপের মাথায় সাদমানের সাথে ভুল বোঝাবুঝিতে ডেলপোর্ট ২৭ বলে ৩৬ রানে করে রান আউটে কাটা পড়লে মুখ থুবরে পড়ে ভাইকিংসদের বড় রানের স্বপ্ন। এরপর ৮ রানে থাকা মুশফিকের সাথে সাজঘরের পথ ধরেন ২৪ রান করা সাদমানও। সেখান থেকে একে একে শানাকা (৭), ফ্রাইলিংক, (১) ও ভিলজয়েনরা (১) বিদায় নিলে ১০৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে বন্দরনগরীর দলটি।

B9I2833 1280x853

শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের একক প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৫ রানে পুঁজি পায় সাগরীকার দলটি। ইনিংস শেষের ১ বল আগে অষ্টম ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ বলে ৪০ রানের এক কার্যকারি ইনিংস খেলে যান মোসাদ্দেক। ডায়নামাইটসের হয়ে এদিন নিজের কোটার ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচাতে ৪ উইকেট তুলে নেন স্পিনার সুনীল নারাইন।

B9I2900 1280x853

১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের শুরু থেকেই আগ্রাসীভাবে খেলতে থাকেন ঢাকার ওপেনার নারাইন। একপ্রান্তে উপুল থারাঙ্গা দেখেশুনে খেললেও অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে খেলতে থাকেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। মাত্র ৪ ওভার ৫ বল থেকে ওপেনিংস জুটিতে দুজন যোগ করেন ৪৪ রান। এরপর অবশ্য ভাইকিংসের পেসার খালেদকে উড়িয়ে মারতে যেয়ে নাইমের হাতে ধরে পড়ে ফেরেন নারাইন। আউট হওয়ার আগে তিনি খেলে গেছেন ১৬ বলে ৩১ রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে ১টা ছয়ের সাথে বাউন্ডারি হাঁকিয়েছেন ৫টি।

নারাইনের আউটের পর উইকেটে থাকা থারাঙ্গার সাথে যোগ দেন ঢাকার ডানহাতি ব্যাটসম্যান রনি তালুকদার। তিনিও গড়েন সমান ৪৪ রানের জুটি। ওই একই বোলার খালাদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ২০ রানে থাকা রনি প্যাভিলিয়নের পথ ধরলে তার পরেই বলেই খালেদের তিন নম্বর শিকার বনে বনে যান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও, ফলে ৮৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ডায়নামাইটসরা। তবে সাকিবকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলেও খালেদকে সেই স্বাদ পেতে দেননি নতুন ব্যাটসম্যান হিসাব উইকেটে আসা নুরুল হাসান সোহান।

B9I3417 1280x853
ফাইল ছবি

এরই এক ফাঁকে নিজের অর্ধশতকটা তুলে নেন থারাঙ্গা, এরপই নিজের ৫১ রানের সময় আউট হয়ে যান তিনিও। পরে পোলার্ড আর সোহান মিলে দলের আর কোনো বিপদ হতে না দিয়ে ৬ উইকেট হাতে রেখেন তুলে নেন দলের জয়। এই জয়ের ফলে বিপিলের চলতি মৌসুমে চিটাগং ভাইকিংসের বিদায় নিশ্চিত করে কোয়ালিফায়ার অর্থাৎ টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল নিশ্চিত করলো সাকিব আল হাসানের দল।

৯৭ প্রতিবেদক

Read Previous

ধোনিকে নিয়ে আইসিসির সতর্কবার্তা!

Read Next

এসএসসি পরীক্ষার প্রশ্নে তামিম-মুশফিকের বীরত্ব

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share