‘আমার পারফরম্যান্স লেভেলেটা এখনও নেতিবাচকে যায়নি’

riyad
Vinkmag ad

বাংলাদেশ জাতীয় দলের পাঁচ শীর্ষ তারকার মধ্যে একজনের মানে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স যে বিপিএলের শিরোপা লড়াইয়ে থাকবে না , তা নিশ্চিত হয়ে গেছে আগেই। কারণ সবার আগে বিপিএল শেষ খুলনার। বিপিএলের বাজে স্মৃতি নিয়ে নিউজল্যান্ড সফরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সবভুলে আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়ে আত্মবিশ্বাসী তিনি। নতুন সিরিজে, নতুন চ্যালেঞ্জ নিয়েই শুরু করতে চান এই অলরাউন্ডার।

51129521 2315841012031502 5199364340544700416 n e1549185701716

গতকাল ঢাকা ডায়নামাইটসের কাছে হার দিয়ে শেষ হলো খুলনা টাইটানসের বিপিএল সফর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হলেন মাহমুদউল্লাহ। টানা পরাজয়ে চট্টগ্রাম পর্বেই বাদ পড়েছে তার দল খুলনা টাইটান্স। দলের পাশাপাশি এবারের আসরে ব্যর্থ ছিলেন রিয়াদ নিজেও। টানা ব্যর্থতার স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড যাবার প্রশ্ন উঠতে তিনি বলেন,

‘বিপিএলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে কেন? আমার পারফরম্যান্স লেভেলেটা এখনো নেতিবাচকে যায়নি। কারণ পুরো ক্যারিয়ারেই লড়াই করতে করতে যাচ্ছি। আমার এতোটুকু আত্মবিশ্বাসী আছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবো। হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এরজন্য আমি শতভাগের থেকেও বেশি করতে প্রস্তুত।’

image 111387

নতুন সিরিজ নতুন ভাবেই শুরু করতে বিশ্বাসী মাহমুদউল্লাহ। তার কথায়,

‘পুরনো ভালো স্মৃতি এখনও মনে আছে । ভালো লাগে যখন চিন্তা করি। সামনে নতুন সিরিজ,নতুন চ্যালেঞ্জ। অতীতে কি হয়েছে সেগুলো নতুন ম্যাচে প্রভাব ফেলে না। আমাকে নতুন করেই শুরু করতে হবে।’

জাতীয় দলের এ ক্রিকেটার এবারের বিপিএলে পারফর্মই করতে পারেননি। ১২ ম্যাচে ১৮.২৫ গড়ে মাত্র ২১৯ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান। সমান ম্যাচে ৭.১১ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৯টি।

97 Desk

Read Previous

‘ভেরি আনপ্রেডিক্টেবল, কমেন্ট করা কঠিন’

Read Next

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কত বেতন পাচ্ছেন?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share