

হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের উইকেট ‘বিতর্ক’ নতুন কিছু না। গত বিপিএলেও বেশ হইচই হয়েছিলো এই উইকেট নিয়ে। এনিয়ে তামিম ইকবাল অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে জরিমানাও গুনেছিলেন ৫ লাখ টাকা। সেসময় মুখ বন্ধ রাখেননি রংপুর রাইডার্সের ডেপুটি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামও। এবারও বিপিএলের আলোচনায় সেই মিরপুরের উইকেট। এই উইকেট নিয়ে মন্তব্য করতে যেয়ে বরাবররের মতই মাশরাফি বললেন; ভেরি আনপ্রেডিক্টেবল, কমেন্ট করা কঠিন!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যাচের পর রংপুর রাইডার্সদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপরা। যেখানে এই উইকেট নিয়ে কথা বলতে যেয়ে রবি বলেছিলেন, ‘একমাত্র ঈশ্বর জানে মিরপুরের উইকেটে কী হবে।’
এই মিপুরের পর সিলেট আর চট্টগ্রামে হয়েছে বিপিএলের ষষ্ঠ মৌসুমের খেলা। সেখানে দেখা গেছে রান বন্যা। অথচ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলা আবার মিরপুরের ফেরার পর ফুটে উঠেছে ব্যাটসম্যানদের অসহায়ত্ব, দেখতে হচ্ছে লো-স্কোরিং ম্যাচ। তাইতো বিপিএলের অন্তিম সময়ে এসে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে জানতে চাওয়া হয়, মিরপুরের যে উইকেটে বিপিএল হচ্ছে, তাতে খেলে কতটা উন্নতি সম্ভব?
জবাবে মাশরাফি বলেন, ‘এটা নিশ্চিত ব্যাটসম্যানদের জন্য আসলেই কঠিন। তবে বোলারদেরও উন্নতি হয় না। একজন বোলার ৪ থেকে ৫ উইকেট পেয়ে যদি ভাবেন ভালো করছি, সেটা হবে বড় ভুল। জায়গামত চাপের মুখে সেই বোলার কেমন বল করে, সেটাই আসলে দেখার বিষয়। প্রেশারে বোলারদের খেলতে হবে।’

একই সাথে উইকেটের প্রসঙ্গ তুলে নড়াইল এক্সপ্রেস আরও জানান, ‘আমাদের এই উইকেট (মিরপুরের) সব সময়েই আনপ্রেডিক্টেবল ছিল। হয়তো বা কিছু আছে উইকেটে, সবার কাছেই আনপ্রেডিক্টেবল। গামিনি (কিউরেটর) অনেক চেষ্টা করে, আন্তর্জাতিক ম্যাচও খেলেছি। উইকেটে ১০-১৫ ওভার পরই আচরণ পরিবর্তন হয়। হুট করে বল লো হয়। ভেরি আনপ্রেডিক্টেবল, কমেন্ট করা কঠিন।’