আগামীর তারকাদের মাশরাফির দিক-নির্দেশনা

featured photo1 30
Vinkmag ad

বাংলাদেশ দলের পাইপলাইনে যে বেশকিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন তা বিপিএল আসলে চোখে পড়ে। তবে এখনই নয়, পরিচর্যার মাধ্যমে এদের পরিপক্ক করেই জাতীয় দলের জার্সিতে দেখতে চান মাশরাফি বিন মর্তুজা।

a13t7360
ফাইল ছবি

এবারের বিপিএলে অনেকের পারফরম্যান্সই চোখে পড়েছে, যারা প্রত্যেকে হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা। চিটাগং ভাইকিংসের ইয়াসির আলি রাব্বি, রংপুরের রাইডার্সের শহিদুল, ঢাকা ডায়নামাইটসের কাজী অনিক, সিলেট সিক্সার্সের এবাদত হোসেন, কুমিল্লার ভিক্টোরিয়ান্সের মেহেদি হাসান’রা চাইলেই নিজেদের দিনে করতে পারেন অনেককিছু।

আজ নিজ দল রংপুর রাইডার্সের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সেটাই মনে করিয়ে দিলেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সেজন্য তাদের পরিচর্যার মধ্যে রেখেই প্রস্তুত রাখার মত দিলেন একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক। যেখানে মাশরাফি বলেন, ‘এমন কিছু খেলোয়াড় আছে, যাদের একটু ঘষামাজা করা যায়, একটু নির্দেশনা দেওয়া যায়, তাহলে এরা বাংলাদেশ ক্রিকেটকে ভালো জায়গা নিয়ে যেতে পারবে।’

একই সাথে তিনি আরও যোগ করেন, ‘এদের বয়স তো খুব বেশি না। ঢাকা লিগ, ফোর ডে ম্যাচে বা অন্যান্য জায়গায় যদি ব্যাক আপ করা যায়, সামনে আনা যায়, তাহলে এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি।’

a13t8109
দলের জুনিয়র ক্রিকেটারদের আস্থার জায়গা হয়ে থাকেন সবসময়

সৌম্য, এনামুল হক বিজয়দের সাথে বয়সভিত্তিকে খেলা ডি কক, জো রুটরা আজ যে পর্যায়ে, এদেশের আনেকেই সে পর্যায়ে যাওয়ার আগেই হারিয়ে যায়, পেরোতে পারেন না বয়স ভিত্তিক ক্রিকেটের গন্ডি । এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই আফসোসের বিষয়, আবার অনেকে জাতীয় দলে এসে চমক দেখিয়ে হারিয়েও যান। এক্ষেত্রে বাংলাদেশ দলে ঢোকার প্রক্রিয়াটা দ্রুত হয় বলেই এমনটা হয় মনে করেন মাশরাফি। যেটার জন্য দেশে ক্রিকেট সংস্কৃতিকেই কাঠগড়াতে তুললেন নড়াইল এক্সপ্রেস।

এ থেকে পরিত্রানের জন্য মাশরাফির পরামর্শ সময় নিয়ে, ভালোভাবে প্রস্তুত করেই দলে আনা তরুণদের ‘অন্যান্য দেশে তাকান, এরাই কিন্তু বিশ্বমানের খেলোয়াড় হয়ে যায়। আমাদের দেশে এরা একটা পর্যায়ে যেতে হারিয়ে যায়। আমাদের উচিত এখন থেকে একটা জায়গা আনা ও সেট করা। আমরা খুব তাড়াতাড়ি করি যাকে করি, সেটা না করে পাঁচ বছর পর, ভালো অবস্থানে আসার পর সুযোগ দেয়া, যেন ওরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারে।’

৯৭ ডেস্ক

Read Previous

দলে সুযোগ পেয়েও ভাগ্য সহায় হল না তাসকিনের!

Read Next

শেষ দল হিসাবে শেষ চার নিশ্চিত করলো ঢাকা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share