দলে সুযোগ পেয়েও ভাগ্য সহায় হল না তাসকিনের!

1549116120301
Vinkmag ad

প্রায় দেড় বছর ধরে মাঠে কিংবা মাঠের বাইরে দারুন হতাশাময় সময় পার করছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। বিপিএল দিয়ে ফিরেছেন নিজের চেনারুপে, তার পুরস্কারস্বরূপ ডাক পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট দলে। তবে ভাগ্য এবারও সঙ্গ দিলো না এই স্পিড স্টারকে। ধারণা করা হচ্ছে গতকাল (শুক্রবার) পাওয়া চোটের কারণে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের!

image 111338

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন ছন্নছাড়া, রান দেওয়ায় ছিলেন উদার। কোনো ফরম্যাটেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাসকিন, এরপর ইনজুরি ভুগিয়েছে অনেকদিন। দারুণ পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করা তাসকিন ছিলেন নিজেকে মেলে ধরার মঞ্চে। বিপিএলকে পাখির চোখ করা এই পেসার ছিলেন দুর্দান্ত ছন্দে। নিজের খেলা ১২ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট, সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন সবার উপরে।

তাইতো নির্বাচকের মন জয় করে জায়গা করে নিয়েছিলেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের টেস্ট ও ওয়ানডে দলে। তবে ভাগ্যটা এবারও সুপ্রসন্ন হল না ২৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের। গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান তাসকিন। সাথে সাথে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

taskin 01

নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি না- সেটি জানার জন্য করা হয় পরীক্ষা। আর এতে জানা গেল, অন্তগ তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাঁকে। তার মানে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা তো হচ্ছেই না, একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজেও তার থাকা নিয়ে।

তাসকিনের চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এমআরআই স্ক্যানের রিপোর্ট কাল হাতে পাওয়া যাবে। রিপোর্ট পেলেই সঠিকভাবে বলতে পারব তাকে কতদিন বাইরে থাকতে হবে। ওয়ানডে সিরিজে ওর খেলার সম্ভাবনা নেই। রিপোর্ট পাওয়ার পর বলতে পারব কত দিন বাইরে থাকতে হবে।’

আজ বোর্ড সভা শেষে তাসকিনের ইনজুরি নিয়ে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। যেখানে তিনি জানান, ‘ব্যথাটা দেখে মনে হয়েছে গুরুতর। আজ (শনিবার) এমআরআই করার কথা। রিপোর্ট পেলে বোঝা যাবে ঠিক কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে।’

৯৭ ডেস্ক

Read Previous

পরিবর্তন করা হলো বিপিএল টিকেটের মূল্য

Read Next

আগামীর তারকাদের মাশরাফির দিক-নির্দেশনা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share