পরিবর্তন করা হলো বিপিএল টিকেটের মূল্য

1549111849117
Vinkmag ad

দেখতে দেখতে শেষের শুরু হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ মৌসুমের। যেখানে প্রায় মাসব্যাপীরও অধিক সময় নিয়ে চলা এই টুর্নামেন্টে আজই (শনিবার) শেষ হচ্ছে গ্রুপ পর্বের মিশন। তাইতো চূড়ান্ত পর্বকে সামনে রেখে এবার ম্যাচ টিকেটের মূল্য একদফা পরিবর্তন করলো লিগ কর্তৃপক্ষ।

IMG 20190111 153412 1024x790
বিপিএল টিকেট (ফাইল ছবি)

শুরুর দিকে জনপ্রিয়তাতে কিছুটা ঘাটতি দেখা দিলেও সময় গড়ানোর সাথে সাথে মাঠের বিপিএল রঙ ছড়িয়েছে বেশ। টুর্নামেন্টজুড়ে নামীদামী সব তারকাদের সাথে এবার সম্প্রচারের নতুনত্ব এনেছে আয়োজকরা। সেকারণেই টুর্নামেন্টে বেড়েছে গ্রহণযোগ্যতা, একই সাথে মাঠমুখি হয়েছে দর্শক।

তাইতো রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিটের মূল্যতালিকা থেকে এবার কিছুটা পরিবর্তন করা হয়েছে প্লে-অফসহ ফাইনাল ম্যাচের টিকিট মূল্য। যেখানে আগের মূল্য থেকে কমানো হয়েছে শুধু দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের টিকেটের দাম, বেড়েছে ফাইনালসহ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচের দিনের টিকেটের মূল্য।

এক নজরে বিপিএল টিকেটের নতুন মূল্য তালিকাঃ

প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর-

১। পূর্ব গ্যালারি- ৩০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ৪০০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ৭০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ৭০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ৪,০০০ টাকা।

দ্বিতীয় কোয়ালিফায়ার-

১। পূর্ব গ্যালারি- ১০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ১৫০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ৩০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা।

ফাইনাল ম্যাচ-

১। পূর্ব গ্যালারি- ৪০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ৫০০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ১০০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ৪০০০ টাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ইমরুল, এগিয়েছেন লিটন

Read Next

দলে সুযোগ পেয়েও ভাগ্য সহায় হল না তাসকিনের!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share