সাকিবকে টপকে ‘১ নম্বর’ অলরাউন্ডার এখন হোল্ডার

shakib 2
Vinkmag ad

উইন্ডিজ-ইংল্যান্ড প্রথম টেস্টের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সবশেষ প্রকাশিত  র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকে সেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ব্রিজটাউন টেস্টে অন্যবদ্য পারফরম্যান্স করে দীর্ঘ দিন ধরে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থানে থাকা সাকিবের জায়গা দখল করলেন জেসন হোল্ডার।

284873

ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন উইন্ডিজ সুপারস্টার জেসন হোল্ডার। ফলাফলও পেয়েছেন হাতেনাতে। টেস্টে নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন জেসন হোল্ডারই। টপকে গেছেন দীর্ঘদিন ধরে এই জায়গাকে নিজের করে নেওয়া সাকিব আল হাসানকে। উইন্ডিজ এ অলরাউন্ডারের ৪৪০ রেটিংয়ের বিপরীতে ৪১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট ৩৮৭।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন জেসন হোল্ডার। ২৫ ধাপ এগিয়ে বর্তমান অবস্থান ৩৩।

278428

ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনন্য কীর্তি গড়লেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আট নম্বরে নেমে করলেন ডাবল সেঞ্চুরি। যা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৩৮১ রানে জয়ের পথ গড়ে দিল।

ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে অপরাজিত থাকলেন ২০২ রানে। ২২৯ বলের ইনিংসে মারলেন ২৩ চার ও আটটি ছয়। তাঁর দাপটেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৪১৫ রান তোলে। এবং ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। চতুর্থ ইনিংসে জেতার জন্য ৬২৮ রান করতে হত ইংল্যান্ডকে। রোস্টন চেজের ৬০ রানে আট উইকেটের দাপটে জো রুটের দল শেষ হয় ২৪৬ রানে। বিশাল ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

278138

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিং

র‌্যাঙ্ক নাম দেশ রেটিং
জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ ৪৪০
সাকিব আল হাসান বাংলাদেশ ৪১৫
রবীন্দ্র জাদেজা ভারত ৩৮৭
বেন স্টোকস  ইংল্যান্ড ৩৪৪
ভারনন ফিলান্ডার দক্ষিণ আফ্রিকা ৩৪১

97 Desk

Read Previous

‘ভালো বোলিংয়েও উইকেট পাই আবার খারাপ বোলিংয়েও উইকেট পাই’

Read Next

শেষের জাদুতে জয়, কোয়ার্টারে সাংবাদিকতা বিভাগ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share