

বিপিএল এর শুরু হতে এখনো অনেক দেরি। হাতে আছে প্রায় পাঁচ মাস। এরই মধ্যে শুরু হয়ে গেছে আগামী আসরের প্রস্ততি। বিপিএল গভর্নিং কাউন্সিল কোন কিছুতে কমতি রাখতে চাননা বলেই হয়তো এমন তোড়জোড়।
চলতি বছরের ৫ নভেম্বর মিরপুরের শেরই বাংলা ষ্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবার কথা বিপিএল এর ৫ম আসর।
গত আসরে অংশ নিয়েছিলো ৭ দল। সর্বশেষ বিপিএল এ অংশ নেয়নি সিলেট দল। তবে নতুন মালিকানায় পঞ্চম আসরে আবারো অংশ নিবে বলে নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কমিটি।
সিলেটবাসীর জন্য সুখবর এখানেই থেমে নেই, দলের সাথে পাচ্ছে হোম ভেন্যু ও। ঢাকা এবং চট্টগ্রামের সাথে এবার খেলা হবে সিলেটেও।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল আজ শনিবার মিরপুরে গণমাধ্যমকে বলেন, নভেম্বরের ২ তারিখে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হবে এবারের আসরের। ৫ তারিখে ম্যাচ শুরু হয়ে খেলা চলবে পুরো নভেম্বর মাস জুড়ে। যেহেতু এবারের আসরে স্বয়ং অর্থমন্ত্রী নিজেই নিয়েছে সিলেট দলের দায়িত্ব তাই আশা করছি মানসম্মত দলই পাবে সিলেট।