

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলে এসেছেন হংকংয়ের নাদিম আহমেদ। তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ দায়ের করেছে আইসিসি। নাদিমের পাশাপাশি হংকং এর আরও দুই ক্রিকেটার ইরফান আহমেদ ও হাসিব আমজাদ এর বিপক্ষেও একই অভিযোগ ওঠেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ (সোমবার) এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই তিনজনকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানায়।
১৪ দিনের মধ্যে তিনজনকে অভিযোগের জবাব দিতে বলেছে আইসিসি।
তিন ক্রিকেটারই পাকিস্তান বংশাদ্ভূত। তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে। দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছেন ইরফান। জ়িম্বাবুয়ের বিরুদ্ধে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে।
এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪ জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে একই অভিযোগ ওঠল। পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা। আগামী দুই সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।
২৮ বছর বয়সি ওপেনার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার ইরফান এর আগেও দুর্নীতি-বিরোধী কোড ভাঙায় আড়াই বছর নিষিদ্ধ হয়েছিলেন।