

আজ (৫ অক্টোবর) মাশরাফি বিন মর্তুজার জন্মদিন। পয়ত্রিশ তম জন্মদিন। ওয়ানডেতে বাংলাদেশ যে এখন শ্রদ্ধা করার মতো দল, এ দলকে যে সবাই এখন সমীহ করে, এই লক্ষ্যটা অর্জন হয়েছে মাশরাফির কল্যাণেই। সামনে থেকে নেতৃত্ব দেন বলেই তিনি এখন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, ক্যাপ্টেন অব এশিয়া। জন্মদিনের শেষ লগ্নে এসে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন মাশরাফি, সাথে করেছেন একটা অনুরোধও।
অধিনায়ক মাশরাফির জন্মদিনে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে দিনভরই ছিলো ‘মাশরাফি বন্দনা’, ভক্তরা সারাদিনই শুভেচ্ছা শুভেচ্ছাতে ভাসিয়েছেন প্রিয় মানুষটিকে। তবে যার জন্মদিন, সেই নড়াইল এক্সপ্রসের অবশ্য এই বিশেষ দিন নিয়ে ভালোলাগার জায়গাটা খুবই সামান্য। তবুও হতাশ করেননি মাশরাফি। শেষ বেলাতে এসে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জবাব।

এক ভিডিও বার্তাতে নিজের ফেসবুকে পেইজে মাশরাফি বলেন, ‘প্রথমেই আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজকে সোশাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যয় আজকের দিনটা আমার ফ্যামেলির জন্য স্পেশাল, কারণ আমি শুধু না, আমার ছেলেরও জন্ম হয়েছিলো আজকের দিনে। সো আজকের দিনটা আমার ফ্যামেলির জন্য খুবই স্পেশাল। আপনারা সবাই আমার জন্য দো’আ করবেন। শুধু আমার জন্য না, আমাদের পুরো টিমকে আপনারা সাপোর্ট দিবেন। কারণ আপনাদের সাপোর্ট জন্যই আমরা, বাংলাদেশ ক্রিকেট এই পর্যন্ত আসতে পেরেছে। এবং আপনাদের দো’আ আর সাপোর্ট থাকলে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো।’
মাশরাফি দো’আ চেয়েছেন তার ছেলের জন্যও। বলেছেন, ‘আপনারা আমার সন্তানের জন্য দো’আ করবেন, সে যেন বড় হয় ভালো মানুষ হতে পারে। ভালোভাবে চলতে অয়ারে সেই দো’আ করবেন।’
মাশরাফির ভিডিও বার্তাটি দেখুনঃ
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Geplaatst door Mashrafe Bin Mortaza op Vrijdag 5 oktober 2018
ভিডিও বার্তার শেষে তিনি একটা অনুরোধ করেছেন তার ভক্ত-সমর্থকের কাছে। যেখানে মাশরাফি বলেছেন, ‘আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ্ আরো আরো অনেক দূরে নিয়ে যেতে পারবো আমরা, আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। আপনারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ্।’