

এশিয়া কাপে থেকে চোট নিয়ে দেশে ফেরার পর তামিম ইকবাল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে গত ২৭ সেপ্টেম্বর পাড়ি দেন ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে ফেরা বাংলাদেশের সেরা ওপেনার আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করেছেন তিনি। চালিয়েছেন হালকা ফিটনেস ট্রেনিং ও হাতের থেরাপি।
তামিমের চিকিৎসক হ্যান্ড সার্জনের পরামর্শ অনুযায়ী তামিমের পুরো পুনর্বাসন প্রক্রিয়া সাজিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ তিনি জানিয়েছেন,
‘ওর হাতের সমস্যা নিয়ে ইংল্যান্ডের সাউথাম্পটনের হ্যান্ড সার্জনের সঙ্গে দেখা করেছে, উনার পরামর্শ অনুযায়ী আমরা রিহ্যাভ প্লান ঠিক করেছি। এখন আমাদের ফিজিও থেরাপিস্টরাই কাজ করছে, সেই গাইডলাইন অনুসরণ করছে।’
আরো সপ্তাহ তিনেকের মতো সময় রিহ্যাভ প্রক্রিয়া চালানো হবে। ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে তামিমের ইনজুরির চূড়ান্ত অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন তিনি,
‘আগামী সপ্তাহ তিনেকের মতো এভাবেই চালানোর পরিকল্পনা করেছি। ২০ অথবা ২৫ তারিখের দিকে ওকে আমরা আবার পর্যবেক্ষণ করব। এসেসমেন্টের পরে দেখা যদি যায় ওর হাতের ফাংশনালিটি পুরো ফিরে এসেছে তাহলে ক্রিকেট এক্টিভিটি শুরু করব। আর যদি দেখা যায় উন্নতি সন্তোষজনক নয় তখন হয়ত আবার রিভিউ করতে হবে। আপাতত সপ্তাহ তিনেকের মতো সময় লাগবে প্রাথমিক রিহ্যাভ সম্পন্ন করতে।’
তিন সপ্তাহের পর্যবেক্ষণে থাকায় তামিম নিশ্চিতভাবে মিস করবেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তাও নির্ভর করছে পরিস্থিতির উপর।