

যুব এশিয়া কাপে প্রথম ম্যাচ হারার পর টানা দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল (১ অক্টোবর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর পর আজ হংকংকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।
৯২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১৮ রানের মাথায় টানা দুই বলে ফিরে যান তৌহিদ হৃদয় ও শামিম হোসেন। ঐ একই ওভারের শেষ বলে ফেরেন সাজিদ হোসেনও। পঞ্চম ওভারের শেষ বলে নসরুল্লাহ রানার চতুর্থ শিকারে পরিণত হন ১৫ রান করা ওপেনার তানজিদ হাসান।
এরপর পঞ্চম উইকেট জুটিতে আকবর আলি ও মাহমুদুল হাসান জয় তোলেন ৩৭ বলে ৫৮ রান। ১৯ বলে ২৫ রান করে আকবর আলি আউট হলেও ২০ বলে ৩২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জয়। ২৩২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচসেরা হন রিশাদ হোসেন।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে হংকংকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়। শুরু থেকেই হংকং যুবাদের রানের লাগাম টেনে ধরেন টাইগার যুবারা। পঞ্চম ওভারে পেসার শরিফুল ইসলামের হাত ধরে আসে প্রথম সাফল্য। ওপেনার হারপ্রীত সিংকে আকবর আলির ক্যাচ বানিয়ে ফেরান তিনি। অপর ওপেনার কালহান চাল্লু দুই অংকের রান করতে পারলেও ১৬ রানের বেশি করতে পারেননি। তাঁকে শামিম হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান মিনহাজুর রহমান।
১ বল বিরতি দিয়েই তিনে নামা ওয়াজিদ শাহ ফেরেন সাজঘরে। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে উইকেটের পেছনে ক্যাচ ধরেন আকবর আলি। এরপর কচ্ছপ গতিতে রান তুলতে থাকলেও উইকেট বিলিয়ে না দেবার পণ করেন যেনো হারুন আরশেদ ও আদিত গোরাওয়ারা। ৮০ বল একসঙ্গে উইকেটে থেকে দুজন মিলে তোলেন মাত্র ২৬ রান। ১১ বলের ব্যবধানে অবশ্য দুজনই ফেরেন সাজঘরে। দুজনকেই ফেরান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

এরপরেই নিজের লেগ স্পিন ভেল্কিতে হংকংয়ের ব্যাটসম্যানদের কাবু করতে থাকেন মোহাম্মদ রিশাদ হোসেন। ৭ ওভার ৫ বল বোলিং করে মাত্র ১১ রান খরচে তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে এক ওভার দেন মেডেন। মাঝে মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। শামিম হোসেন শিকার করেন ম্যাচে তার একমাত্র উইকেটটি। ৪৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে হংকং যুবারা করতে পারে মাত্র ৯১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং ৯১/১০ (৪৬.৫), হারপ্রীত ২, চাল্লু ১৬, ওয়াজিদ ৫, হারুন ১০, আদিত ১৬, কবির সোধি ১৩, বাট ০, রানা ১, হাসান ৫, মোহাম্মদ ৭*, রওনক ৫; শরিফুল ৯-০-২২-১, মৃত্যুঞ্জয় ১০-২-১৬-২, রাকিবুল ১০-৩-১৭-২, মিনহাজুর ৭-২-১৫-১, রিশাদ ৭.৫-১-১১-৩, শামিম ২-০-২-১, তৌহিদ ১-০-৩-০।
বাংলাদেশ ৯২/৫ (১১.২), তানজিদ ১৫, তৌহিদ ৫, শামিম ০, সাজিদ ৪, আকবর ২৫, জয় ৩২*, শরিফুল ৪* , রানা ৩৯/৪, মোহাম্মদ ৫/১।
ফলাফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ রিশাদ হোসেন।