

এবারের এশিয়া কাপে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন আফগান সুপারস্টার রাশিদ খান। ফলাফলও পেয়েছেন হাতেনাতে। ৬ ধাপ এগিয়ে ওয়ানডেতে নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন রাশিদ খানই। টপকে গেছেন দীর্ঘদিন ধরে এই জায়গাকে নিজের করে নেওয়া সাকিব আল হাসানকে।
এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত ছিলেন রাশিদ খান। ১০ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় শীর্ষে রাশিদ খানের নাম। ব্যাট হাতেও কম যাননি, ৪৩.৫০ গড়ে করেছেন ৮৭ রান। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ঝড়ো ফিফটিতে ম্যাচ জিতিয়েছিলেন তিনি।

ব্যাটে বলে দুর্দান্ত রাশিদ খান এশিয়া কাপ থেকে অলরাউন্ডার ক্যাটাগরিতে অর্জন করেছেন ৬৭ পয়েন্ট। আর তাতে এগিয়ে গেছেন ৬ ধাপ, বসেছেন শীর্ষস্থানে। ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন রাশিদ খান। ৩৪১ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছেন ইনজুরির কারণে এশিয়া কাপের সবকটি ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান। রাশিদ খানের সতীর্থ মোহাম্মদ নবিও ১৩৪ রান ও ৫ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে তিনে এসেছেন। ৩৩৭ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের খুব কাছে নবি।
RASHID KHAN IS NO.1!
The Afghanistan spinner leads the way in the @MRFWorldwide ICC ODI all-rounders’ rankings following the #AsiaCup2018. ⬇️https://t.co/7UyP5yw1xh pic.twitter.com/BiAvDja7Zs
— ICC (@ICC) September 30, 2018
বোলিংয়ে নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রাশিদ খান। যথারীতি ১ নম্বরে আছেন জাসপ্রীত বুমরাহ। ১৭ বছর বয়সী মুজিব উর রহমান এশিয়া কাপে ৭ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে। দুই ধাপ এগিয়েছেন মোহাম্মদ নবিও। তার অবস্থান ১৫ নম্বরে। দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজুর রহমান ৬৫১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১২ নম্বরে। ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা। ২৯ নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৫৬৭। এছাড়া সেরা পঞ্চাশের মধ্যে ৪২ নম্বরে আছেন রুবেল হোসেন।

ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে আছেন রাশিদ খান। মোহাম্মদ নবি রেটিং পয়েন্টে ১৩ যোগ করে আছেন ৫৩ নম্বরে। হাশমতউল্লাহ শাহিদি ৬৪ ধাপ এগিয়ে আছেন ৯১ নম্বরে। টুর্নামেন্টে ৫ ইনিংসে ২৬৩ রান করেছেন তিনি। ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা মোহাম্মদ শেহজাদ ১৯ ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে।

ক্যারিয়ার সেরা ১২১ রানের ইনিংস খেলে র্যাংকিংয়ে বড়সড় পরিবর্তন দেখেছেন লিটন দাস। এগিয়েছেন ১০৭ ধাপ! ১১৬ নম্বরে অবস্থান করছেন এখন এই ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া ৬ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে মুশফিকুর রহিম। দুই ধাপ এগিয়ে ২ নম্বরে রোহিত শর্মা। ৫ নম্বরে জায়গা করে নেওয়া শিখর ধাওয়ান এগিয়েছেন ৪ ধাপ। ইমাম উল হক ১৫ ধাপ এগিয়ে এসে জায়গা পেয়েছেন ২৭ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৪২ এ এসেছেন তার সতীর্থ শোয়েব মালিক।