

গত ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফিরেছে ২৯ তারিখে। মাঝে অতিবাহিত হয়ে গেছে কুঁড়িটা দিন। এই সময়টাতে বাংলাদেশ দল বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরেছে আরো উচ্চতাতে, চিনিয়েছে নিজেদের জাত। তবে আক্ষেপ বলতে একটাই। ট্রফিটাই যে গেলোনা শুধু উঁচিয়ে ধরা। তাতে কীইবা আসে যায়। টুর্নামেন্ট জুড়ে শিষ্যদের অনবদ্য পারফরম্যান্সে তবু গর্বিত কোচ স্টিভ রোডস।
আগে ব্যাট করে ভারতের সামনে লক্ষ্য দেওয়া গেলো ২২৩ রানের। যেটা কীনা রোহিত-ধাওয়ানদের কাছে নস্যি প্রায়। টি-টোয়েন্টি ক্রিকেটের এখন এই রান হরহামেশাতেই চেজ করা যায়। সেখানে পঞ্চাশ ওভারি ক্রিকেটে কতটুকুই বা চ্যালেঞ্জ জানাতে পারবেন মুস্তাফিজ-রুবেলরা। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পরেতো অনেকেই ধরাণা করে ফেলেছিলেন একপেশে একটা ফাইনালের। তবে এদিন ম্যাচে যা হলো তা হয়তো দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট সমর্থকেরা। তাইতো আক্ষেপটা ঠিকই থেকে যাচ্ছে। যদি ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেন।
মাঝের এই ব্যাটিং ব্যর্থতাটা মেনে নিচ্ছেন টাইগারদের ইংলিশ কোচ। তবে সবমিলিয়ে ভারতের মতো দলের বিপক্ষে যে লড়াইটা করেছে দল, তাতে শিষ্যদের উপর কোনো দায় চাপাতে রাজি নন তিনি। রোডস বলেন, ‘শুরুতে আমরা দারুণ করেছিলাম। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারলে ফল অন্যরকম হতে পারতো। বল হাতে আমাদের পারফরম্যান্স তো ছিল অসাধারণ। ছেলেদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

ভারতের সাথে ফাইনাল ম্যাচে ছিলেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দলের এই দুই সেরা তারকা ছাড়া বাংলাদেশ যেভাবে লড়েছে, তাতে বেশ তুষ্টই বাংলাদেশ কোচ। তিনি জানান, ‘সাকিব-তামিমকে ছাড়া সত্যিই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুশফিক পুরো টুর্নামেন্টে ভালো করেছে, চাপের মধ্যেও রান করেছে। ছেলেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটে প্রতিদিন সবকিছু ঠিকঠাক যায় না।’
তবু আক্ষেপটাতো ঠিকই থেকেই যায়। খুব কাছে যেয়েও এবারও ছোঁয়া গেলো না অধরা শিরোপাটা। তীরে এসেই বারে বারে ডুবছে তরি। বাংলাদেশের কি মানসিক বাধাটা থেকেই যাচ্ছে? রোডস অবশ্য তেমনটা মনে করছেন না। বরং ভারতের বিপক্ষে লড়াইটাকেই বড় করে দেখছেন জানিয়ে যোগ করেন, ‘কখনই এমনটা ভাবা উচিত নয়। আমি নিশ্চিত, পুরো দেশবাসী এই পারফরম্যান্সকে উন্নতি হিসেবে দেখবে। আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি। বড় দলের বিপক্ষে এটা সহজ নয়। আমাদের চেয়ে তো তারা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে।’