

চোট, কন্ডিশন, দুবাই-আবুধাবি, টানা খেলার ধকল—অনেক প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে। ইতিহাস তৈরি হয় প্রতিকূল পথ পেরিয়েই, এই সত্য মেনে বড় আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রাপ্তি সেই স্বপ্নভঙ্গের যাতনা। এশিয়া কাপ শেষে আজ শনিবার রাতে দেশে ফিরছেন মাশরাফি ও তার দল।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ টিম দুবাই থেকে রওনা দেবে। এমিরেটস এয়ারলাইন্স যোগে রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে লাল-সবুজের দল।
হাতে ব্যথা পেয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। অলরাউন্ডার সাকিব আল হাসান আঙুলের চোটের কারণে ফাইনালের আগেই ফিরে এসেছেন দেশে।
আরও একটি ফাইনাল হারের দুঃখ। শুধু এশিয়া কাপই যদি ধরা হয়, ২০১২, ২০১৬…দুঃখের তালিকায় নতুন অন্তর্ভুক্তি ২০১৮! ২২২ রানের পুঁজি নিয়ে বুক চিতিয়ে ম্যাচে শেষ বল অবদি ভারতকে নিয়ে গেছে। ভারত জয় পেয়েছে ৩ উইকেটে। এশিয়া কাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবুও পুরো আসরে যেভাবে পারফরম্যান্স করেছে তাতে গর্বিত হতে পারে পুরো দেশ। ‘সফল মিশন’ বললে খুব বেশি বাড়াবাড়িও হবে না।
দেশে ফিরে আপাতত বিশ্রামেই থাকবেন ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১ অক্টোবর থেকে। জাতীয় দলের একাধিক ক্রিকেটার লিগের শুরু থেকেই থাকবে। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ অক্টোবর থেকে। বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে মিরপুরে।