

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে কখনো আন্তর্জাতিক কোন ম্যাচের নকআউট স্টেজে এসে জয় পায়নি বাংলাদেশ দল। ৯ম বারের মতো এমন অবস্থায় দাঁড়িয়ে অবশ্য মাশরাফির দলের কাছ থেকে আশা অনেক সমর্থকদের। মাশরাফির অবশ্য এই এশিয়া কাপ জেতে হয়ে গেছে আগেই!
ফাইনালের আগে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘যেহেতু একের পর এক খেলোয়াড় হারাচ্ছিলাম। সংশয় ছিল মুশফিক খেলবে কি না। কিন্তু ওভাবেই ও খেলেছে, ভালোও করেছে। ওদের দেখেও অনেক কিছু শেখার আছে। সত্যি বলতে, আমার কাছে তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভাঙা আঙুল নিয়ে দলকে বাঁচাতে মাঠে নেমে পড়া তামিম ইকবাল দলকে করেছে উজ্জীবিত। আর তামিমের ঐ অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিনই এশিয়া কাপ জিতে ফেলেছে মাশরাফির বাংলাদেশ। তবে কি এতেই সন্তুষ্ট থাকবে দল? খেলবে না ফাইনাল জয়ের লক্ষ্যে? সে উত্তর দিয়েছেন মাশরাফিই। কিভাবে ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর পথ খুঁজে পাওয়া যাবে তাও জানিয়েছেন তিনি।
‘আসলে পথ (জয়ের) তো মাঠের ভেতর থেকেই বের হতে হয়। একটা ভালো স্পেল, একটা ভালো ইনিংস। এছাড়া তো আর কোনো সহজ পথ নেই। এটার জন্য দরকার মানসিকভাবে শক্ত থাকা, শতভাগ ফিট থাকা। শারীরিকভাবে তো রিকভারির কথা এখন আর ভেবে লাভ নেই। কারণ, কালকে খেলছি, একদিন পর আবার ফাইনাল খেলতে হবে। এখন খুব দরকার মানসিকভাবে শতভাগ ফিট থাকা। সেটা চেষ্টা করছি আমরা। আর সত্যি বললে, একটা-দুইটা ভালো ইনিংস দরকার। যেমন মুশফিক আর মিঠুনের যে জুটিটা। আশা করি এত পরে না হয়ে সেটা আরও আগে হবে। এরকম কিছু হলে সম্ভব আর কী!’
তথ্যসূত্রঃ ডেইলিস্টার।