

পঞ্চপাণ্ডবের অদম্য দুই শক্তিকে ছাড়াই ফাইনালে উঠার মঞ্চের লড়াইতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ। সেই লড়াইতে টাইগাররা উৎরিয়েছে দাপটের সাথেই। এই জয়ে প্রশংসা বন্যাতে ভেসে যাচ্ছে গোটা বাংলাদেশ দল। যেখানে সামিল হয়েছে দলটির বড় সমালোচক, ভারতীয় সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন তিনি। যেখানে এই জয়ে পাঁচ ‘ম’ এর কৃতিত্ব প্রকাশ করলেও টানেননি গতকাল অনবদ্য পারফর্ম করা মাশরাফিকে।
চলমান এশিয়া কাপে যেন বাংলাদেশ দলে শুরু হয়েছে ইনজুরির মিছিল। যেখানে হাতের চোটে তামিম ইকবাল এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অনেক আগেই। এবারতো ফাইনালে উঠার মিশনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একই সমস্যাতে পড়েছেন সাকিবও। বিদায় বলতে হলো পুরো টুর্নামেন্টকেই। পঞ্চপাণ্ডবের এই দুজনকে ছাড়া বর্তমান সময়ে যেখানে বাংলাদেশ দলকে চিন্তাও করা যায় না, সেখানে এমন ম্যাচে জয় পাওয়াটাতো কল্পনাতীত।
তবে সব ছাপিয়ে রাজসিক কায়দাতেই তুলে নেওয়া গেছে জয়। এমন জয়ে তাই টাইগারদের প্রসংসাতে পঞ্চমুখ পুরো ক্রিকেট বিশ্ব। ভারতীয় সাবেক গ্রেট ব্যাটসম্যান লক্ষ্মণ; সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই গুরুত্বপূর্ণ তারকা ছাড়াই বাংলাদেশের এমন পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে টুইট করেছেন, ‘সাকিব ও তামিমকে ছাড়াই বাংলাদেশ আজ যেভাবে খেলেছে, তাতে এই দলের মানসিক শক্তিরই প্রতিফলন ঘটেছে। এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন।’

অভিনন্দন জানিয়েছেন লক্ষণের এক সময়কার সতীর্থ ক্রিকেটার ও বাংলাদেশ দলের বড় সমালোচক হিসাবে পরিচিত, ভারতীয় সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। যেখানে শেবাগ তাঁর টুইটে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পাঁচ ‘ম’কে। ‘মুশফিক’, ‘মিঠুন’, ‘মুস্তাফিজ’, ‘মাহমুদউল্লাহ’ আর ‘মেহেদী’। এই পাঁচ ‘ম’ কে শুভেচ্ছা জানালেও সেই তালিকাতে রাখেননি গতকাল অনবদ্য পারফর্ম করা আরেক ‘ম’ মাশরাফিকে।
শেবাগের করা টুইটঃ
No one is an underdog. Not quite what fans would have wanted, many had anticipated an India vs Pak final but Bangladesh were just superb on the day, The 5 M’s Mushfiqur, Mithun, Mustafizur ,Mahmudullah & Mehidy had brilliant performances and hard luck to Pakistan. #BANvPAK
— Virender Sehwag (@virendersehwag) September 26, 2018
গতকাল ব্যাটহাতে শেষদিকে ১৩ রানের এক কার্যকারী ইনিংস খেলেছেন মাশরাফি, যেখানে বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাটি তার ব্যাটেই এসেছে। পাকিস্তানের সাথে বলহাতে উইকেট না পেলেও সাত ওভারে এক মেইডেনে দিয়েছেন মোটে ৩৩ রান। সবথেকে বড় কাজটা তিনি করেছেন ফিল্ডিংয়ে। উইকেটে থিতু হয়ে যাওয়া শোয়েব মালিককে তিনি ফিরেছেন বাজ পাখির মত উড়ন্ত লাফের এক ক্যাচে। কার্যত ওখানেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এছাড়াও ম্যাচে মাশরাফির নেতৃত্বগুণ ছিলো চোখে পড়ার মত।

এমন জয়ে দারুণ খুশি ক্রিকেটার মোহাম্মদ কাইফও। তিনি লিখেছেন, ‘দলগতভাবে দারুণ খেলেই এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। জিততেই হবে—এমন দুটি ম্যাচে বাংলাদেশ অসম্ভব মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।’
মাধব শর্মার করা টুইটঃ
Dear Pakistan cricket fans,
Don’t forget to watch India vs Bangladesh #AsiaCup18 final on 28th September. It will be a good match between Asia’s top 2 teams. pic.twitter.com/CcYieAcQay
— Madhav Sharma (@HashTagCricket) September 26, 2018
মাধব শর্মা নামে একজন লিখেছেন, ‘প্রিয় পাকিস্তানি ক্রিকেট সমর্থকেরা। ২৮ সেপ্টেম্বরের ভারত আর বাংলাদেশের মধ্যকার ফাইনাল ম্যাচটা দেখতে ভুলে যেওয়ো না। এইটা দুর্দান্ত একটা ম্যাচ হবে, এশিয়ার সেরা দুইটা দলের মধ্যে।’