

২৮ বছর বয়সী অজি ব্যাটসম্যান ক্রিস লিন তাঁর ৮ বছরের সেঞ্চুরি খরা কাটিয়েছেন লিস্ট-এ ক্রিকেটে। জেএলটি ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি।
কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া ক্রিস লিন ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি প্রথম খেলেন লিস্ট-এ ক্রিকেটে। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সে ম্যাচে ২২ রান করে নাথান ব্র্যাকেনের বলে বোল্ড হয়েছিলেন তিনি। ৮ বছর আগে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক ঘটলেও এখন অব্দি ক্রিস লিন লিস্ট-এ ম্যাচ খেলেছেন মাত্র ৪৩ টি। যেখানে গত ম্যাচের আগে ১০ ফিফটির মালিক ক্রিস লিনের ছিলনা কোন সেঞ্চুরি।
লিস্ট-এ ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও ক্রিস লিনের পথচলা ৮ বছরে। সেখানে অবশ্য ১২ ফিফটির পাশাপাশি ৬ সেঞ্চুরি আছে ৭১ ইনিংসের ক্যারিয়ারে। ক্রিস লিন নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। রাজসিক ব্যাটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিস লিনের চাহিদা থাকে অনেক। কখনো টেস্ট না খেলা, অজিদের হয়ে ১ ওয়ানডে খেলা ক্রিস লিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০ টি।
আজ সিডনির হার্স্টভিল ওভালে কুইন্সল্যান্ড ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে ক্রিস লিনের সেঞ্চুরি পাওয়ার দিনে আলো ছড়িয়েছেন বিলি স্ট্যানলেক। ১০ ওভারে ৩৬ রান খরচে ৩ উইকেট নিয়ে সাউথ অস্ট্রেলিয়াকে আটকে রাখেন ২৮০ তে। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নেদারল্যান্ডসের হয়ে ক্রিকেট খেলা টম কুপার ১৩৪ বলে ১৫ চার ও ৭ ছয়ে ১৩৯ রান করেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে।
২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৪ বলে ১০৬ রান তুলে ফেলে স্যাম হেজলেট ও ম্যাক্স ব্রায়ান্ট। ৩২ বলে ৭১ রান করে ঝড় থামান ম্যাক্স ব্রায়ান্ট। এরপর উইকেটে আসা ক্রিস লিনও খেলতে থাকেন আক্রমণাত্মক ঢংয়ে। ৩৬ তম ওভারে কুইন্সল্যান্ড যখন জয় নিশ্চিত করে ফেলে অপরাজিত ক্রিস লিনের রান তখন ১০৬। ৮ টি করে চার ও ছয়ে প্রথম সেঞ্চুরি তুলে নিতে লিন খেলেন ৭১ বল। ম্যাচসেরার পুরষ্কার জেতেন অবশ্য বিলি স্ট্যানলেক।