

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ দল তখন ব্যাট করছে ভারতের বিপক্ষে। হঠাৎ ই জানা গেলো ওপেনারদের ব্যর্থতা বিবেচনায় দেশ থেকে শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বিমান ধরবেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। খেলায় ব্যস্ত মাশরাফিদের এখবর সেসময়ে জানার কথা না। তবে অবাক করার মতো কান্ড আগে থেকে কিছুই জানতেন না মাশরাফি বিন মর্তুজা! অধিনায়কের সঙ্গে এই ব্যাপারে কোন আলোচনা হয়নি।
বাংলাদেশ সময় রাত ৯ টা ১০ মিনিটে বিসিবি জানায় দলে সৌম্য ও ইমরুলের অন্তর্ভূক্তির কথা। সেকথা আগে থেকে জানতেন কিনা ম্যাচ শেষে এমন প্রশ্ন করলে মাশরাফি বলেন, ‘না, আমি মাঠের ভেতর ছিলাম। এই জিনিসটা এখনো জানি না। পরিষ্কার না। আসছে (সৌম্য ও ইমরুলের দুবাই আসা) যেটা বলছেন আমি এখনো নিশ্চিত না। আমার সঙ্গে আলোচনা হয়নি। আমি পরিষ্কার না।’

আরব আমিরাতে যেয়ে নতুন দুজন কতটুকু কি করতে পারবেন তা নিয়ে সন্দিহান অধিনায়ক, ‘এরা (ইমরুল কায়েস ও সৌম্য সরকার) কিন্তু এভাবে পারফর্ম না করেই দল থেকে বের হয়েছে। আবার এসে এই ধরনের টুর্নামেন্টে আল্টিমেট প্রেসার নিয়ে। আমি জানি না ওরা টেকনিক্যালি কি কাজ করেছে। যে সমস্যার কারণে দলের বাইরে গিয়েছে ঠিক করে আসছে কিনা। কাজেই এইগুলা কিন্তু সব ম্যাটার করবে। আর বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ যদি চিন্তা করেন তাদের আমার কাছে মনে হয় আরও কঠিন বোলার মোকাবেলা করতে হবে।’
এশিয়া কাপে ভালো করাটা যে খুব সহজ ব্যাপার নয় তা মনে করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘এটা নিশ্চিত যে কারো জন্য এটা সহজ হবে না। যারা আছে তাদের জন্যও সহজ হচ্ছে না। যারা আসবে তাদের জন্যও সহজ হবে না। আমার কাছে মনে হয় কঠিন তো সব কিছুই। ক্রিকেটে এর ভেতরে রান করতে হবে। এর ভেতরে ব্যাটিং বোলিং ভাল করে করতে হবে। যেটা আগে পরে এভাবে আমরা ফিরে এসেছি। কাজেই অসম্ভব কিছুই না। যে খেলুক দায়িত্ব তো নিতেই হবে।’