

গত ১৯ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরের লাইনআপ চূড়ান্ত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এর পর থেকেই এটা নিয়ে সমালোচনা হচ্ছে সবখানেই। ভারতকে সুবিধা দিতেই এমন সূচি করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। তবে এই ব্যাপারে ইতিবাচক বিসিবি প্রধান। আর এমন অহেতুক সমালোচনায় চটেছেন বিসিসিআই কর্মকর্তা।

সূচি বদল নিয়ে সাঙ্গবাদিকদের মুখোমুখি হওয়া বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ছিলেন ইতিবাচকই। তিনি বলেন, ‘ভারতের সুবিধা না। ভারতের শর্ত ছিলো ওরা দুবাইতে খেলবে। এ কারণেই ওরা আবুধাবিতে খেলবে না। একারণেই খেলা হচ্ছে দুবাইয়ে। এসিসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রিকেট এশিয়াতেই সবচেয়ে বড় বাজার, দর্শক। কিভাবে এসিসিকে শক্তিশালী করা যায় এ নিয়েও কথা হয়েছে। বিভেদ থাকলে দুর্বল হয়ে যাবো।’
তবে প্রথমে চুপ থাকলেও এটা নিয়ে মুখ খুলেছেন এক বিসিসিআই কর্তা। সম্প্রতি মুম্বাই মিররে নিজের চাপা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর ব্যাখ্যা করেছেন কেনোই বা সুপার ফোরে ভারতের সব ম্যাচ দুবাইয়ে।
তিনি বলেন, ‘এটা তো সবারই জানা, দুবাইতে বেশি টিকেট বিক্রি হয়। আর ভারতের ম্যাচেই সবচেয়ে বেশি আয় করা সম্ভব। সেখানে ২৪টি কর্পোরেট বক্স রয়েছে। মানুষ যেটাই চিন্তা করুক না কেন, এই ধরণের টুর্নামেন্ট থেকে আয় করাটাই মূল বিষয়। হংকং ও আফগানিস্তানের মত দেশ উন্নয়ন না হলে এসিসি কোথায় তহবিল পাবে?’
ভারতকে সুবিধা দেবার জন্য এমন সূচি বানানো হয়েছে এমন কথাতে বিরক্ত তিনি। মনে করিয়ে দিলেন পাকিস্তানের কারণেই এবারের এশিয়া কাপ ভারতে না হয়ে হচ্ছে আরব আমিরাতে। ‘এই সূচি তো একদিনে তৈরি করা হয়নি। আপনারা হয়ত ভুলে গেছেন এবারের আসরটি ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের জন্য এখানে অনুষ্ঠিত হবে। সবাইকে কিছু ছাড় দিতে হচ্ছে। আর ভারত সুবিধা পাচ্ছে এটি বলাও বন্ধ করা উচিৎ।’