

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করছে চলমান এশিয়া কাপকে ঘিরে। বড়দের এই টুর্নামেন্ট শেষ হতেই চলতি মাসের ২৯ তারিখে মাঠে গড়াবে যুবাদের এশিয়া কাপ। ঘরের মাঠে হতে যাওয়া এই টুর্নামেন্টে তাই নিজেদের আধিপত্যটা দেখাতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে আনকোরা এই দলটার সফল্য মাপতে একটু অপেক্ষা করতে চান বলে জানিয়েছেন যুব দলের নির্বাচক হান্নান সরকার।

২৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম অনুশীলের পার্ট শেষ করেছে বাংলাদেশ দল। এই দলটার অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই বললেই চলে। সম্প্রীতি খুলনা ও চট্টগ্রামে বিসিবি হাই-পারফরম্যান্স দলের সাথে চারটি একদিনের আনঅফিশিয়াল ম্যাচ খেলেছে, সেখানে জয় পেয়েছে মাত্র একটিতে।
তারপরও টাইগার যুবাদের উপর পূর্ণ আস্থা রাখছেন নির্বাচকরা। তবে টূর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে দলের পারফরম্যান্স কেমন হবে তা বিবেচনাতেই ভবিষ্যৎ ভেবে আগানো যাবে বলে মনে করছেন দলটির নির্বাচক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার।
এই প্রসঙ্গে হান্নান বলেন, ‘এখন যা করছে তা খারাপ না। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে তাদের উঠে আসতে আরেকটু সময় লাগবে। তবে এবারের এশিয়া কাপ যেহেতু আমাদের হোমগ্রাউন্ডে হচ্ছে, চিটাগাংয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনেহয় যে এইটা নিয়ে আমরা ভালো কিছু একটা আশা করতে পারি। টুর্নামেন্টে শ্রীলঙ্কার সঙ্গে ফাস্ট ম্যাচেই ভালো আইডিয়া পেয়ে যাবো যে আমরা কোন অবস্থানে আছি। নাইনটিনের এশিয়া কাপে দলটা কেমন করতে পারে।’
অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্সে সবসমই বাড়তি নজর রাখছে বিসিবি। দলে থাকা রিশাদ-সাকিবদের মত লেগ স্পিনার, সেইসাথে আকবর আলি-তৌহিদ হৃদয়দের মত প্রতিভাবান ক্রিকেটারদের ব্যাপারে আশাবাদী বোর্ড। যারা কীনা আগামী দিনে বাংলাদেশের মূল দলের কাণ্ডারি হয়ে উঠতে পারেন।
হান্নান জানান, ‘পেস বোলিং অলরাউন্ডার, লেগ স্পিনার, ওপেনিং ব্যাটসম্যানের জায়গাগুলাতে জাতীয় দলের চাহিদা মতই আমরা অনূর্ধ্ব-১৯ দলে কাজ করি বা ফোকাস করি। আমাদের এখানে বেশকিছু ভালো মানের ক্রিকেটার আছে, তবে তারা কতটা দ্রুততার সাথে তৈরি হচ্ছে এইটা একটা ব্যাপার। তবে তাদেরকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখছি যে, আগামী তিন-চার বছর পরে তারা হয়তোবা একটা ভালো অবস্থানে যাবে।’