

তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সদ্যই ঘোষিত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। এবার দায়িত্বটা আরেকটু বাড়লো, ওয়ানডেতেও স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনের মাঠে টস করতে দেখা যাবে সাকিবকে। শ্রীলঙ্কায় সিরিজের শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের দায়ে মাশরাফির এক ম্যাচের নিষেধাজ্ঞায় মাশরাফির জায়গায় দেখা যাবে এই অলরাউন্ডারকে।
তবে এই এক ম্যাচেই অধিনায়কত্ব করবেন সাকিব। বাকী ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক মাশরাফির নেতৃত্বেই মাঠে নামবে দল। আজকের ম্যাচে অধিনায়কত্ব করতে নামলে সাকিব আল হাসান ছুঁয়ে ফেলবেন দ্বিতীয় বাংলাদেশী অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়ার মাইলফলক। শুধুমাত্র হাবিবুল বাশারই আছেন সাকিবের আগে, সর্বাধিক ৬৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাশার।
সাকিবের জন্য এমন অভিজ্ঞতা কিন্তু প্রথম নয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে একই দায়ে এক ম্যাচের মাশরাফির নিষেধাজ্ঞায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের দলপতি। আর সে ম্যাচেই প্রায় ১৬ বছর পর পাকিস্তানকে পরাজিত করে ৭১ রানের বিশাল জয় নিয়ে মাঠে ছাড়ে টাইগাররা।
আরও একটি মজার ব্যাপার হলো আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের শেষ ওয়ানডেতেও (২০১১ বিশ্বকাপ) অধিনায়ক ছিলেন এই সাকিবই। মিরপুরের সেই ম্যাচে বাংলাদেশ ২০৫ রানের স্বল্প সংগ্রহ নিয়েও ম্যাচ জিতে নেয় ২৭ রানে। ৬ বছর পর আবারও সাকিবই প্রথম ম্যাচে দলকে দিচ্ছেন নেতৃত্ব।
শেষ শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল থেকে খুব বেশী পরিবর্তন আসছেনা ডাবলিনের মালাহাইডের ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচে। শুধু মাশরাফির বদলে বল হাতে দৌড়াতে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। ডিপিএলের দুর্দান্ত নৈপুণ্য আর প্রস্তুতি ম্যাচে অসাধারণ বোলিংয়ে রুবেলের দলে ঢোকাটা সময়ের ব্যাপার ছিল মাত্র। তবে মাশরাফি ফিরে আসলে দল নিয়ে মধুর একটা ঝামেলায় পড়তেই পারে টিম ম্যানেজমেন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান