মা-রা-মা-রি-র ঘটনায় নির্দোষ স্টোকস

stokes
Vinkmag ad

নাইট ক্লাব থেকে বেরিয়ে ব্রিস্টলের রাস্তায় মা-রা-মা-রি কাণ্ড থেকে মুক্ত হয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস। গতকাল (মঙ্গলবার) বেন স্টোকসের কোনো দোষ খুঁজে পাননি আদালত, জানিয়েছে নির্দোষ স্টোকস। ব্রিস্টল ক্রাউন কোর্ট স্টোকসের দেওয়া তথ্য-প্রমাণ দেখে তাকে নির্দোষ আখ্যা দিল।

skynews ben stokes ben stokes trial 4385153

ব্রিস্টলে গত ২৫ সেপ্টেম্বর রাতে মা-রা-মা-রির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন স্টোকস। গত ৬ অগাস্ট আদালতে শুরু হয় শুনানি। মঙ্গলবার রায়ে স্টোকসকে নির্দোষ ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখা ইংলিশ অলরাউন্ডার ছিলেন শান্ত।

তবে তার মাথার ওপর থেকে এখনই সরছে না অস্বস্তির ঘন কালো মেঘ। স্টোকস’র স্বস্তিতে কাঁটা এখনও সেই শৃঙ্খলাভঙ্গের দায়। আদালতে বেকসুর খালাস হলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে এই ইংলিশ অলরাউন্ডারকে। তার সঙ্গে ইসিবির কাছে পরীক্ষিত হবেন অ্যালেক্স হেলসও।

stokes 02

স্টোকস আদালতে জানিয়েছিলেন, তিনি যা করেছিলেন তা নিজের আত্মরক্ষার জন্যই করেছিলেন। সেই সময় ছিলেন ২৮ বছরের রায়ান আলি। যার সঙ্গে হা-তা-হা-তি-তে জড়িয়ে পড়েছিলেন স্টোকস। সেই কথা কা-টা-কা-টি-র মধ্যেই তাকে মে-রে অ-জ্ঞা-ন করে দিয়েছিলেন তিনি। তার পরই শুরু হয় পুলিশের তদন্ত।

তৃতীয় ব্যাক্তি রায়ান হেলসকে এই কেসে গত বৃহস্পতিবার ছাড় দিয়েছে আদালত। সে দিনের ঘটনায় ছিলেন তিনিও। ঘটনাটি ঘটে গত বছর সেপ্টেম্বরে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ শেষে এই ঘটনা ঘটেছিল। যার জন্য নির্বাসনের মুখে পড়ে শেষ অ্যাসেজেও ছিলেন না ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। শেষ পর্যন্ত স্টোকসের মুক্তিতে ইংল্যান্ড শিবিরে স্বস্তি নেমেছে।

97 Desk

Read Previous

‘সাকিবের যে অপারেশন করা লাগবে জানতামই না’

Read Next

১৪ বছর পর ডাক পেলেন বাংলাদেশ দলে!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share